তিন ধর্মীয় নেতাকে ‘উত্তরসূরি’ নির্ধারণ করে রাখলেন খামেনি
ইসরায়েলের বার বার ‘হত্যার হুমকির মুখে’ নিজের ‘উত্তরসূরি’ হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে এ তালিকায় খামেনির ছেলে মোজতাবা নেই বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।