গেরিলা কিশোরী, পাকিস্তানি শিশু, মাঝির স্ত্রী আর গুলিবিদ্ধ পাকিস্তানি নারী
দীর্ঘ নয়মাস সশস্ত্র সংগ্রামের মাধ্যমে অর্জিত হয়েছিল আমাদের স্বাধীনতা। মুক্তিযুদ্ধের মতো একটি জনযুদ্ধের ক্ষেত্রে যেমনটি হয়, সমরক্ষেত্রের বাইরেও যুদ্ধ বিস্তৃত হয়। দেশের ছোট-বড়, নারী-শিশু, চাকরিজীবী-গৃহস্ত প্রতিটি মানুষ একেকজন যোদ্ধা হয়ে উঠে। যুদ্ধের ভেতর এ আরেক যুদ্ধ, প্রতিদিনের বেঁচে থাকার যুদ্ধ। সেই যুদ্ধের গল্পগুলো হারিয়ে গেছে, হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া এসব টুকরো গল্পগুলোকে জোড়া দেয়ার প্রয়াস এবার বীর মুক্তিযোদ্ধা কাজী ফেরদৌসী হক লিনুর স্মৃতি সংগ্রহ। বহুগল্পের ভিড়ে হারিয়ে যাওয়া কয়েকটি ছোট গল্প।