অবহেলিত শিক্ষার দুরবস্থা বাড়ছে
চলতি ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি এবং সমমান পরীক্ষার ফল সম্প্রতি প্রকাশ করা হয়েছে; ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ১২ লাখেরও বেশি পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, এদের মধ্যে অর্ধেক মেয়ে। গতবারের চেয়ে পাসের হার ১৮ শতাংশ কম। গতবারের তুলনায় কম পাস করায় সামাজিক যোগাযোগমাধ্যমে হইচই হচ্ছে। কারণ ৪১ দশমিক ১৭ শতাংশ পরীক্ষার্থীর অনুত্তীর্ণ হওয়া গ্রহণযোগ্য ফলাফল হিসেবে বিবেচিত হতে পারে না। ১২ লাখ পরীক্ষার্থীর মধ্যে ৫ লাখ ফেল করলে প্রশ্ন উত্থাপিত হবেই।