শাকিব খান: ‘গুলিস্তান থেকে গুলশান’ কতটা সবার হয়ে উঠতে পারলেন
মেগাস্টার শাকিব খান কি সত্যি সত্যি গুলিস্তান থেকে গুলশান- সবার নায়ক হয়ে উঠতে পারলেন? গুলিস্তান থেকে গুলশান- সবার নায়ক হওয়ার এই প্রসঙ্গ উঠে এসেছে খোদ শাকিব খানেরই কথায়। ‘বরবাদ’ সিনেমার সফলতা উদযাপন অনুষ্ঠানে শাকিব খান বলেছেন- তার সিনেমা এখন গুলিস্তান থেকে গুলশান- সব শ্রেণির দর্শকরা গ্রহণ করছেন।