তারেক রহমানকে যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে
আমরা এমন একটি সময় পার করছি, যখন বাংলাদেশ ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ২০২৪ সালে একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের দেড় দশকের শাসনের অবসান হয়েছে। আর কয়েক মাসের মধ্যেই বাংলাদেশ একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে যেমন মুক্তিযুদ্ধের গৌরবময় অধ্যায় রয়েছে, তেমনি রয়েছে ক্ষমতার অন্ধকার গলিতে হারিয়ে যাওয়া ন্যায়ের আর্তনাদ। স্বাধীনতার পর অর্ধশতাব্দী পার হয়ে আজও এ দেশ খুঁজছে একটি স্থিতিশীল গণতন্ত্র, যেখানে রাষ্ট্রের প্রতিটি অঙ্গ কাজ করবে জনগণের কল্যাণে, আর রাজনীতি হবে নীতি ও নৈতিকতার প্রতিফলন; কিন্তু এ দেশের মানুষ একাধিকবার প্রত্যক্ষ করেছে নির্বাচনি প্রহসন, ভোটকেন্দ্র দখল, জালভোট ও সহিংসতার মতো ঘটনা। জাতীয় নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন উপনির্বাচন এবং স্থানীয় পর্যায়ের অসংখ্য নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে বিভিন্ন সময়ে। এমনকি এ-সংক্রান্ত রাজনৈতিক বিরোধ বাংলাদেশে স্থায়ী রূপ লাভ করেছে। ক্রমেই নির্বাচন প্রক্রিয়ার প্রতি সাধারণ জনগণের আস্থা ক্ষুণ্ন হয়েছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াটি অনেক সময়ই প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।