ওষুধের নামে বিষ: মানবতার বিরুদ্ধে চিকিৎসা-বাণিজ্যের অদৃশ্য যুদ্ধ
চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি আজ বিশ্বকে অভূতপূর্ব এক উচ্চতায় নিয়ে গেছে। মানুষের জীবনকাল বেড়েছে, রোগ নিরাময়ের উপায় উন্নত হয়েছে- কিন্তু এই অগ্রগতির অন্তরালে লুকিয়ে আছে এক নির্মম বাস্তবতা: চিকিৎসা এখন এক লাভজনক ব্যবসা আর মানুষ সেখানে এক পরীক্ষাগারের বস্তু।