উদরের সীমাবদ্ধতা থেকে কবে মুক্তি পাবে বাঙালি
শেকসপিয়রের হ্যামলেট নিজের দ্বন্দ্ব ও অনিশ্চয়তায় আটকে পড়ে রাজত্বের দায়িত্ব পালনে ব্যর্থ হয়। হ্যামলেট যখন নিজের সংকটে বিভ্রান্ত, তখন রাজ্যের ভবিষ্যৎও ঝুঁকির মুখে থাকে। আমাদের বাংলাদেশের চিত্রও তার থেকে কম নয়। স্বাধীনতা অর্জনের পর দীর্ঘ ৫৪ বছর পার হয়ে গেছে, অথচ আমরা এখনও সেই হ্যামলেটের মতো- নিজের দ্বন্দ্ব ও স্বার্থপরতায় আটকে- জাতির জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারছি না। উদরের আনন্দ, স্বাচ্ছন্দ্য ও স্বার্থপরতা আমাদের চিন্তাশীল শক্তিকে শিকলবন্দি করেছে, আর রাজনৈতিক অঙ্গনও এক ধরনের বিভ্রান্তি ও প্রতিদ্বন্দ্বিতার জালে আটকে রয়েছে।