অলিম্পিকে কচ্ছপ
অলিম্পিকের তিনটে ‘লাতিন’ লক্ষ্যের কথা সবাই জানেন, citius, altius, fortius! মানে ‘আরও জলদি, আরও উঁচুতে, আরও জোরে।’ মনে রাখবেন, শুধু ১৮৯৬-এর গ্রিসের অলিম্পিক থেকে মানুষ নিজের জন্য এসব পাগলের মতো লক্ষ্য স্থির করেছে তাই নয়, একেবারে তার জন্মের প্রথম থেকে সে এসব ব্যাপারগুলোকে ভালো ভেবে এসেছে। এগুলোতে যেন প্রাপ্তি, এগুলোতেই যেন সাফল্য। না, শুধু মানুষ বলব কেন, পশুরাও নিশ্চয়ই জীবনের মূল্যে এসব শিখেছে।