ধামরাইয়ের রথযাত্রা ও আষাঢ়ের প্রকৃতি
আষাঢ় মানেই কদম ফুল, আষাঢ় মানেই বৃষ্টি, রথযাত্রার উৎসব। বাংলাদেশে এ এক চমৎকার প্রকৃতি ও সংস্কৃতির মেলবন্ধন। তেরই আষাঢ় সকালে এক পশলা বৃষ্টি নামল। ছিটেফোঁটা সে বৃষ্টিকে উপেক্ষা করে বেরিয়ে পড়লাম ধানমন্ডি থেকে ধামরাই। আকাশটাও মেঘলা হয়ে রইল। ছোটবেলা থেকেই শুনে আসছি রথের দিন বৃষ্টি নামে রথের রশির টানে টানে। এক এক জায়গায় তো রথের রশি টানা হয় এক এক সময়। তার মানে কি সেসব জায়গায় স্থানীয়ভাবে বৃষ্টি ঝরে? তা হয়তো না; কিন্তু আষাঢ়ে বৃষ্টির স্বভাবটাই এমন। একটানা অনেকক্ষণ ধরে বৃষ্টি থাকে না। এই আসে এই যায়।