৩৬ জুলাই: অভূতপূর্ব এক গণঅভ্যুত্থানের ঘটনাপঞ্জি
২০২৪ সালের ৫ আগস্ট এক অভূতপূর্ব গণ-আন্দোলনের মধ্য দিয়ে পতন ঘটে দীর্ঘদিনের ফ্যাসিস্ট স্বৈরশাসক হাসিনা সরকারের। ছাত্র-জনতা এই আন্দোলনকে জুলাই- আন্দোলন নামেও অভিহিত করেন। এর কারণ আন্দোলনের তীব্রতা লাভ করেছিল পুরো জুলাই মাসজুড়ে। এমনকি জুলাই মাস শেষ হয়ে গেলেও আন্দোলনকারীরা দিন গুনতে থাকেন ৩২ জুলাই, ৩৩ জুলাই, ৩৪ জুলাই, ৩৫ জুলাই নামে। কারণ আগস্ট মাস আওয়ামী লীগের শোক পালনের মাস। আন্দোলনকারীরা বরং জুলাইয়ের শহীদদের শোককেই জীবন্ত রাখতে চায়। প্রতিদিনই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহত হতে থাকেন। সরকারের দমন-পীড়ন এক সময় চরমমাত্রা লাভ করে। আন্দোলন দমাতে সরকার এক ভয়ংকর গণহত্যা শুরু করে। প্রায় ১ হাজার ৫০০ মানুষকে হত্যা করে আওয়ামী লীগ সরকার। মৃত্যুর মিছিল দেখে শিক্ষার্থীদের বিক্ষোভ গণ-অভ্যুত্থানে রূপ নেয়। ১৫ বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা ৫ আগস্ট বিকেলে ভারতে পালিয়ে যান। অবশেষে অসংখ্য প্রাণের বিনিময়ে অর্জিত হয় সেই কাঙ্ক্ষিত বিজয়।