শিশুদের মুখে গান না থাকলে, মনে কি যুদ্ধ জন্মাবে?
'না না না, পাখিটার বুকে যেন তীর মেরো না/ওকে গাইতে দাও/ওর কণ্ঠ থেকে গান কেড়ো না/ওর গানই যে ফুল ফোঁটার প্রেরণা,'- শিশুদের মুখে গানই তো জীবনের প্রথম রোদ্দুর। শিশুরা যখন গাইতে শেখে, তখন তারা শুধু কণ্ঠে সুর তোলে না, সেই সাথে শেখে ভালোবাসতে, মায়া জন্মায় তাদের কোমল মনে। গান শুধু নিছক বিনোদন বা শিল্প নয়, মানবতারও পাঠ।
