সমাজে নারীর অবস্থান: বেগম রোকেয়ার উপলব্ধি এখনও একইভাবে প্রাসঙ্গিক
কিছুদিন আগে বাংলাদেশে বেশ বড় মাত্রার একটা ভূমিকম্প হলো। ভূমিকম্পের আতঙ্ক, ক্ষয়ক্ষতি নিয়ে অনেক নিউজ হলো। ভূমিকম্পের সংবাদ নিয়ে পুরো ফেসবুক সয়লাব। ঠিক তখন একজন মজা করে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, স্ট্যাটাসের বক্তব্যটা কিছুটা এরকম ছিল, ভূমিকম্প হলেও নারীদের মাথায় প্রথম চিন্তা আসে তার ওড়না কই! এই স্ট্যাটাসটি অনেক ভাইরাল হয় এবং অনেকে মজা করে নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ারও করে। আমি তখন অনেকটা আগ্রহ নিয়ে তাদের কমেন্ট বক্সে ঢুঁ মারি। আর কমেন্ট দেখে আমার চোখ তখন কপালে ওঠার জোগাড়!