কেমন ছিল একাত্তরের গ্রাম
[২০০২ সালে ‘বাংলাদেশ ১৯৭১’ নামে একটি ইতিহাস প্রকল্পের কাজ শুরু করেন মুক্তিযুদ্ধ গবেষক আফসান চৌধুরী। এই কাজের অংশ হিসেবে ২০০৭ সালে ‘বাংলাদেশ ১৯৭১’ নামের চার খণ্ডের একটি বই বের হয়। ২০১৩ সালে ‘গ্রামের একাত্তর’ নামে আরেকটি প্রকল্প শুরু হয়। সেই প্রকল্পের তথ্য থেকে ‘গ্রামের একাত্তর’ নামে উনার সম্পাদনায় একটি বই প্রকাশিত হয় ২০১৯ সালে। লেখকের 'গ্রামের একাত্তর' থেকে ভিউজ বাংলাদেশ এর বিজয় দিবসের আয়োজন 'কেমন ছিল গ্রামের একাত্তর?']