শীত
এল নিনোর দাপট: মাঘের শুরুতেই শীতের বিদায় ঘণ্টা
এল নিনোর দাপট: মাঘের শুরুতেই শীতের বিদায় ঘণ্টা
কথায় আছে ‘মাঘের শীতে বাঘ পালায়’। তবে জলবায়ু পরিবর্তণের কারণে সৃষ্ট এল নিনোর প্রভাবে এবার ঘটছে এর উল্টো ঘটনা। চলতি মাঘ মাসের প্রথম সপ্তাহেই (ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ) বিদায় নিচ্ছে শীত। অনুষ্ঠানিকভাবে পৌষ-মাঘ শীতকাল হলেও এবার আগেভাগেই স্বাভাবিক শীত শেষ হয়ে যাচ্ছে। এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্ত।