Views Bangladesh Logo

রাশিয়ায় ৮.৭ মাত্রার ভূমিকম্প, একাধিক দেশে সুনামি সতর্কতা জারি

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়াবহ এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৮ দশমিক ৭। ভূমিকম্পের পরপরই জাপান, যুক্তরাষ্ট্র ও তাইওয়ানসহ একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার (৩০ জুলাই) ভোরে এই কম্পন অনুভূত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ভূমিকম্পের ফলে কামচাটকার উপকূলে প্রায় ৪ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে। রাশিয়ার ভূতাত্ত্বিক সংস্থাগুলোর বরাতে জানানো হয়, গত কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ ‘বিধ্বংসী সুনামি ঢেউয়ের’ আশঙ্কায় উপকূলীয় এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। জাপানেও উপকূলীয় অঞ্চলগুলোতে তিন মিটার পর্যন্ত উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল পেট্রোপাভলোভস্ক-কামচাটস্কি শহরের পূর্বে ১৩৬ কিলোমিটার দূরে। মূল কম্পনের কিছুক্ষণের মধ্যেই একই অঞ্চলে আরও দুটি ভূমিকম্প রেকর্ড করা হয় একটি ৬.৯ এবং অন্যটি ৬.৩ মাত্রার।

রাশিয়ার কামচাটকা অঞ্চলের গভর্নর ভ্লাদিমির সলোডভ এক ভিডিও বার্তায় বলেন, 'এটি গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।'

সুনামি বিশেষজ্ঞ রবার্ট ওয়েইস আল জাজিরাকে বলেন, 'পরিস্থিতি গুরুতর। এমন ভূমিকম্প নিয়ে উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক।'

ভূমিকম্প ও সম্ভাব্য সুনামি পরিস্থিতি মোকাবেলায় রাশিয়া ও অন্যান্য সংশ্লিষ্ট দেশগুলো জরুরি সতর্কতা জারি করেছে এবং উপকূলীয় অঞ্চলগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ