Views Bangladesh Logo

গণভোট ইস্যু 'জনবিচ্ছিন্ন', মানুষের আগ্রহ সংসদ নির্বাচনে

Masum   Hossain

মাসুম হোসেন

দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত ইস্যু গণভোট। তবে সাধারণ মানুষ এই গণভোট সম্পর্কে কতটা জানেন বা আগ্রহী, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে সামনে আসে ভিন্ন চিত্র। তাদের দৃষ্টি জাতীয় সংসদ নির্বাচনের দিকে। জুলাই সনদ ও গণভোট তাদের মাঝে সাড়া ফেলেনি।

বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, বেশিরভাগ মানুষই জানেন না গণভোট কী বিষয়ে হতে যাচ্ছে। কেউ কেউ গণভোট শব্দটির সঙ্গে পরিচিত হলেও তারা জানেন না যে এর পেছনের কারণ, লক্ষ্য ও প্রভাব।

নিম্নআয়ের মানুষেরা বলছেন, কীসের আবার গণভোট আর জুলাই সনদ ! তাদের চিন্তা এখন বাজারদর নিয়ে। চাল-ডাল, তেল কিনে পরিবার নিয়ে বাঁচবেন কীভাবে এটাই তাদের মূল সমস্যা। তবে তারা সংসদ নির্বাচনের বিষয়ে আগ্রহী। দেশে তারা নির্বাচিত সরকার দেখতে চান।

বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার (৩০ থেকে ৬০ বছর বয়সী) অন্তত ১০০ জনের সঙ্গে কথা বলা হয়। তাদের মধ্যে অধিকাংশই জুলাই সনদ ও গণভোটের নামই শোনেননি। কেউ কেউ নাম শুনলেও জুলাই সনদ ও গণভোট সম্পর্কে কিছুই জানেন না।

বগুড়া শহরের রহমাননগর এলাকার বাসিন্দা ব্যবসায়ী মোত্তাকিনুল ইসলাম জানান, গণভোট ও জুলাই সনদের নাম শুনেছেন। তবে এসবের মধ্যে কী আছে তা জানেন না।

বগুড়া শহরের অটোরিকশাচালক লেমন মিয়া জানান, জুলাই সনদ সম্পর্কে জানেন। ওই সময় অবরোধের কারণে গাড়ি চালাতে পারেননি, অনেক কষ্ট হয়েছে। গণভোটের বিষয়ে এখনো কিছু শোনেননি।

দিনমজুর বাবু প্রামাণিক বলেন, জুলাই সনদ কী তা বলতে পারবেন না। গণভোট হবে এটাও তিনি শোনননি। সংসারের খরচই চালাতে পারছেন না ওসব নিয়ে ভাবার সময় নেই তার।

বগুড়ার শাজাহানপুর উপজেলার মুদি দোকানি হযরত আলী জানান, জুলাই সনদ ও গণভোট সম্পর্কে কিছুই জানেন না। নামও শোনেননি।

একই উপজেলার বাসিন্দা ব্যবসায়ী শাহ মোহাম্মদ বেলাল জানান, জুলাই সনদ হতে পারে সরকার পতনের আন্দোলনে আহত বা নিহতদের কোনো সনদ। আর গণভোট হবে, এই নামের সাথে তিনি পরিচিত। এর চেয়ে বেশি কিছু জানেন না।

বগুড়া শহরের চায়ের দোকানি মানিক মিয়া বলেন, জুলাই সনদ ও গণভোট আবার কী? এসব জানার দরকারও নেই। তারা শুধু জানতে চান নির্বাচন কবে হবে? দেশে নিরাপত্তা কবে ফিরবে? পত্রিকায় পাতায় এখন শুধু খুন, ধর্ষণসহ নানা অপরাধের খবর দেখতে পান।

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা তৌকির আহমেদ জানান, গণভোট ও জুলাই সনদ নাম শুনেছেন। তবে বিস্তারিত জানেন না। এই বিষয়গুলো নিয়ে সামাজিকভাবে কোনো আলোচনাও নেই।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বগুড়া জেলা কমিটির সদস্য সচিব ও আইনজীবী দিলরুবা নূরী বলেন, গণভোট তখনই অর্থবহ হবে, যখন মানুষ জানবে যে কোন বিষয়ে ভোট দেবেন। এখন জনগণ সংস্কার কমিশনের প্রস্তাব বা জুলাই সনদ সম্পর্কে কিছুই জানেন না। তাহলে তারা কীভাবে সিদ্ধান্ত নেবেন হ্যাঁ অথবা না ভোটের?

তিনি আরও বলেন, গণভোট জনগণের দাবি নয়, এটি বিশেষ কিছু রাজনৈতিক দলের প্রক্রিয়ার অংশ হয়ে গেছে। যখন কোনো দলের স্বার্থে এ ধরনের উদ্যোগ আসে, তখন সাধারণ মানুষের কাছে সেটি গুরুত্ব হারায়।

দিলরুবা নূরী বলেন, যে জুলাই সনদকে কেন্দ্র করে এই গণভোট, সেই জুলাই সনদের সুপারিশগুলো জাতীয় ঐকমত্য কমিশনে আলোচনায় অংশ নেয়া রাজনৈতিক দলগুলোর সাথে প্রতারণা করে বাস্তবায়নের কথা বলা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ