Views Bangladesh Logo

সর্বশেষ অবস্থা: ইরান-ইসরায়েল সংঘাত


ত ১৩ জুন একে অপরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান সত্ত্বেও এই দুই দেশের মধ্যে বিমান যুদ্ধ এগারতম দিনে প্রবেশ করেছে।

এই সংঘাতের সর্বশেষ অবস্থা


কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন আকাশসীমা বন্ধ


চলমান বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষিতে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং বাহরাইন কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে।

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এ বি এম রওশন কবীর জানান, সংশ্লিষ্ট দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত এবং বাহরাইন হয়ে আগমন ও বহির্গমনকারী সকল বাণিজ্যিক ফ্লাইট বাতিল থাকবে।


'কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা'

সোমবার কাতারে মার্কিন ঘাঁটিতে ইরান ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়েব সাইট এক্সিওস।

এই ঘটনায় রয়টার্সের খবর প্রকাশের আগেই, শনিবার রাতে কাতার তার আকাশসীমা বন্ধ করে দেয়।ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে ট্রাম্পের অপারেশন মিডনাইট হ্যামারের পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিশোধের হুমকি বৃদ্ধির মধ্যেই এই ঘটনা ঘটল।

রয়টার্স আরও জানিয়েছে, কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন বিমান ঘাঁটি আল উদেইদ আগে থেকেই এই হামলার ঝুঁকিতে ছিল।


১১তম দিনে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, তীব্রতা বাড়িয়েছে ইসরায়েলও
ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। অন্যদিকে, ইসরায়েল বলেছে, তারা ইরানের পারমাণবিক স্থাপনার পাশাপাশি রাজধানী তেহরানের বিমানবন্দরসহ সামরিক লক্ষ্যবস্তুগুলোতে বিমান হামলা আরও তীব্র করেছে। হামলা চালানোর দাাব করা হচ্ছে ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সদর দপ্তরেও।

সোমবার (২৩ জুন) সংঘাতের ১১তম দিনেও ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা চলছে।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৫৫, ৯৫৯ জন
অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকা গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরও অন্তত ৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের অনেকেই নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে ত্রাণ ও খাবার নিতে গিয়ে।

রোববার (২২ জুন) দিনভর এসব হামলায় আহত হন আরও ১০৪ জন ফিলিস্তিনি। এ নিয়ে ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গত ২০ মাসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৫ হাজার ৯৫৯ জনে। আরও এক লাখ এক লাখ ৩১ হাজার ২৪২ জন আহত হয়েছেন। তাদের বেশির ভাগই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী এই সময়ে গাজার ১৫ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে।

পরমাণু ইস্যুতে জাতিসংঘকে ছাড়ার ইঙ্গিত ইরানের
ইরান জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ (IAEA) এর সঙ্গে সহযোগিতা চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটির পার্লামেন্ট (মজলিস) এই স্থগিতাদেশকে আনুষ্ঠানিক করতে একটি আইন প্রণয়নের কাজ শুরু করেছে।

সংবাদ সংস্থা আইআরএনএ-তে প্রচারিত এক বিবৃতিতে মজলিসের সদস্য রুহুল্লাহ মোতেফাকেরজাদেহ সোমবার এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেন। আইআরএনএ আরও জানায়, সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ রবিবারের অধিবেশনে প্রস্তাবিত আইনটির পক্ষে সমর্থন জানিয়ে বলেন ‘আইএইএ (IAEA) এর সঙ্গে সহযোগিতা স্থগিতই থাকবে, যতক্ষণ না আমরা সংস্থাটির পেশাদার আচরণে নিশ্চিত হতে পারি।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘অন্যায় ও অযৌক্তিক’ বলে নিন্দা পুতিনে
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়ে ‘একে ভিত্তিহীন, অযৌক্তিক ও অবৈধ’ বলে উল্লেখ করেছেন। সোমবার(২৩ জুন) মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

পুতিন বলেন, ‘এই হামলা সম্পূর্ণ উসকানিহীন এবং আন্তর্জাতিক মানদণ্ডের লঙ্ঘন। এমন পদক্ষেপের কোনো যৌক্তিকতা থাকতে পারে না।’ তিনি ইরানি জনগণের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং উত্তেজনা প্রশমনের জন্য কূটনৈতিক আলোচনার ওপর জোর দেন।

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে মাঝপথে আটকে ভারতের ১৪ হাজর টন চাল
ইরান-ইসরায়েলের চলমান যুদ্ধ শুধু রাজনীতি বা সামরিক অঙ্গনে সীমাবদ্ধ থাকেনি, এর সরাসরি প্রভাব পড়েছে আন্তর্জাতিক কৃষিপণ্যের বাজারেও। যুদ্ধ পরিস্থিতির কারণে ভারতের প্রায় ১৪ হাজার টন চাল মাঝপথে আটকে গেছে। বন্ধ হয়ে গেছে চাল রপ্তানি ও অর্থ পরিশোধের প্রক্রিয়া।


ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

ইরান থেকে ইসরায়েলের উদ্দেশে একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে। হামলার দায় স্বীকার করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

ইরানে আরও একজন ‘মোসাদ গুপ্তচরের’ মৃত্যুদণ্ড কার্যকর

ইরান মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহের মৃত্যুদণ্ড কার্যকর করেছে, যার বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে সহযোগিতার অভিযোগ ছিল।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম ও ফার্সের বরাতে আল জাজিরা জানায়, সোমবার (২২ জুন) এই মৃত্যুদণ্ড কার্যকর হয়। তাকে ২০২৩ সালের শেষের দিকে গ্রেপ্তার করা হয়।

ইরানের ছয়টি বিমানবন্দরে ইসরায়েলের হামলার দাবি
ইরানের ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। দেশটির সামরিক বাহিনীর ভাষ্যমতে, ইরানের পশ্চিম, পূর্ব ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে ড্রোনের মাধ্যমে একযোগে এই হামলা চালানো হয়েছে।

শনিবার ভোররাতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক অফিসিয়াল বিবৃতিতে জানায়, ওই হামলায় ইরানের ১৫টি সামরিক বিমান ও হেলিকপ্টার ধ্বংস করা হয়েছে।

তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় ইরানি বাহিনীর এফ-১৪, এফ-৫ এবং এএইচ-১ ধরণের যুদ্ধবিমান ও হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে একটি রিফুয়েলিং এয়ারক্রাফট। পাশাপাশি রানওয়ে, ভূগর্ভস্থ বাঙ্কারসহ বিভিন্ন সামরিক স্থাপনা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইরানে হামলা করে শত্রুরা বড় ভুল করেছে, শাস্তি পেতেই হবে: খামেনি
ইসরায়েলকে শাস্তি দেওয়ার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, তাদের বিরুদ্ধে ‘শাস্তি অব্যাহত থাকবে’।

সোমবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর সামাজিক মাধ্যমে প্রথম বিবৃতিতে খামেনি এসব কথা বলেন। খবর আল জাজিরার

প্রতিশোধের দাবিতে উত্তাল তেহরান
যুক্তরাষ্ট্রের সরাসরি হামলায় ক্ষুব্ধ হয়ে ইরানে প্রতিবাদের ঝড় উঠেছে। রাজধানী তেহরানের ইনকিলাব স্কয়ারে রোববার হাজার হাজার মানুষ জমায়েত হয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীরা বলছেন, এই হামলার কড়া জবাব দেবে ইরান। সিএনএন

ইরানে মার্কিন হামলা: উত্তর কোরিয়ার কড়া প্রতিক্রিয়া
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের সামরিক হামলার কড়া প্রতিবাদ জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র একে 'জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন' বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ শুধু ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘনই নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যকে অস্থির করে তুলছে।

৫ মাসে তেলের দাম সর্বোচ্চ, বাড়ার আশঙ্কা আরও
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম জানুয়ারির পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সঙ্গে যুক্ত হয়ে যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর সরবরাহ ঘাটতির আশঙ্কায় দাম বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি
ইরানের পারমাণবিক স্থাপনায় শনিবার মধ্যরাতের পর হামলা করে যুক্তরাষ্ট্র। এর জেরে দেশটির নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এতে বিদেশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।’


‘খায়বার-শেকান’ ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান, বিমান-ড্রোন হামলা ইসরায়েলে
ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) ঘোষণা করেছে, ইসরায়েলের ভূখণ্ডে তারা ‘২০তম দফা ক্ষেপণাস্ত্র হামলা’ চালাচ্ছে। কয়েক ঘণ্টা আগেই শুরু এ দফার হামলায় তারা ব্যবহার করছে নিজেদের তৈরি সর্বাধুনিক এবং উচ্চক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘খায়বার-শেকান’ও, যা দূরপাল্লার লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।

আনুষ্ঠানিকভাবে খোররামশহর-৪ নামে পরিচিত ক্ষেপণাস্ত্রটি দেশিভাবে উৎপন্ন খোররামশাহর ক্ষেপণাস্ত্র সিরিজের ফোর্থ জেনারেশন।

রোববার (২২ জুন) সংঘাতের দশম দিনে ভোর থেকে ইরানের পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও বেসামরিক আবাসিক ভবনগুলোকে লক্ষ্য করে ধারাবাহিক বিমান-ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলও।

আল জাজিরা জানায়, যুক্তরাষ্ট্রের পারমাণবিক স্থাপনায় হামলার পাল্টা জবাব নাকি ইসরায়েলের ধারাবাহিক হামলার প্রতিক্রিয়া, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার উদ্দেশ্য এখনো স্পষ্ট নয়। তবে ইরান তাদের প্রতিরোধ অভিযান জোরদার করেছে এবং আধুনিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করে হামলার মাত্রা আরও বাড়িয়েছে।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত বেড়ে ৮৬ জন
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় আরও ৭০ জন ইসরায়েলি বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটি। এ নিয়ে সংঘাতের দশম দিনে এ পর্যন্ত ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮৬ জনে।

দুই দফায় ইসরায়েলের কারমেল ও হাইফা শহর, রাজধানী তেলআবিব এবং উত্তরাঞ্চলে চালানো এসব হামলাকে একদিন আগে মার্কিন বিমান হামলার প্রতিশোধ হিসেবে দেখা হচ্ছে, যেখানে তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস করা হয়।

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি: আইএই
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর স্থাপনার বাইরের অংশে তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধি পায়নি। রোববার জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) এ বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর বিবিসির

বিবৃতিতে বলা হয়েছে, আরও তথ্য পাওয়া গেলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা ইরানের পরিস্থিতি সম্পর্কে আরও মূল্যায়ন দেবে।


মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে দোষী সাব্যস্ত হওয়ার পর এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজানের অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

মিজান জানায়, রোববার সকালে মাজিদ মোসায়েবি নামে ওই ব্যক্তির ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

এর আগে তার বিরুদ্ধে পুরো ফৌজদারি প্রক্রিয়ায় বিচার হয়। ইরানের সুপ্রিম কোর্ট মাজিদের সাজা নিশ্চিত করেন।

যুক্তরাষ্ট্রের হামলা ‘গর্হিত’, আত্মরক্ষার্থে ইরানের ‘বিকল্প’ রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
যুক্তরাষ্ট্রের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাঘচি। তিনি বলেছেন, সার্বভৌমত্ব রক্ষায় তার দেশ সব ধরনের বিকল্প প্রস্তুত রেখেছে। একে ‘গর্হিত’ ও ‘অপরাধমূলক’ আচরণ হিসেবে বর্ণনা করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, ‘এই হামলার পরিণতি দীর্ঘমেয়াদি হবে।’

এক্স–এ দেয়া বার্তায় আরাঘচি বলেন, ‘আজ সকালের ঘটনাগুলো ভয়াবহ এবং এর পরিণতি চিরস্থায়ী হবে। ইরান আত্মরক্ষার জন্য সব বিকল্প সংরক্ষণ করছে।’

তিনি লিখেছেন, ‘জাতিসংঘের প্রতিটি সদস্য রাষ্ট্রের উচিত এই বিপজ্জনক, আইনবহির্ভূত এবং আন্তর্জাতিক অপরাধমূলক আচরণের বিরুদ্ধে সজাগ থাকা। এমন আক্রমণ শুধু আমাদের বিরুদ্ধে নয়, এটি গোটা আন্তর্জাতিক শৃঙ্খলার ওপর আঘাত।’


মার্কিন নৌবহরে হামলা ও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের
ইরানের একাধিক পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন নাগরিক ও সেনা সদস্যকে এখন থেকে ‘বৈধ লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করা হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন।

রোববার (২২ জুন) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষক বলেন, ‘এই অঞ্চলে অবস্থানরত প্রত্যেক মার্কিন নাগরিক বা সেনা সদস্য এখন একেকটি বৈধ লক্ষ্যবস্তু।’ এ ছাড়া, দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ঘোষণা দিয়েছে, ‘এখন থেকে যুদ্ধ শুরু হলো।’

এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ এক উপদেষ্টা মার্কিন নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা এবং কৌশলগত সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার আহ্বান জানিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সিএনএন।

খামেনির প্রতিনিধির পরিচয় দেয়া হোসেইন শারিয়তমাদারি নামের ওই ব্যক্তি বলেন, ‘ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এখন আমাদের পাল্টা জবাব দেয়ার পালা।’


ইরান শান্তি না চাইলে আরও বড় হামলা হবে: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউজ থেকে দেয়া সেই ভাষণে তিনি ইরানে হামলাকে আখ্যা দেন ‘অসাধারণ সামরিক সাফল্য’ হিসেবে।

ট্রাম্প বলেন, ‘ইরানকে এখনই শান্তির পথে আসতে হবে। যদি তা না করে, তাহলে ভবিষ্যতে আরও ভয়াবহ হামলার মুখোমুখি হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং পারমাণবিক হুমকি দূর করা। আজ রাতে আমি গর্বের সঙ্গে বলতে পারি, আমাদের অভিযান ছিল ব্যতিক্রমধর্মী এবং সফল।’

ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। এ ঘটনাকে একটি ‘বিপজ্জনক উত্তেজনার বিস্তার’ আখ্যা দিয়ে এটি মধ্যপ্রাচের অস্থিতিশীল পরিস্থিতিকে আরও সংকটময় করে তুলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।

রোববার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন।

আন্তোনিও গুতেরেস বলেন, ‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বলপ্রয়োগে আমি অত্যন্ত উদ্বিগ্ন। চরম অস্থিতিশীলতায় থাকা একটি অঞ্চলে এই হামলা উত্তেজনা আরও বাড়াবে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং তার পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘এই সংঘাত দ্রুতই নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে। এর ফলে সাধারণ নাগরিক, পুরো (মধ্যপ্রাচ্য) অঞ্চল ও বিশ্বজুড়ে ভয়াবহ দুর্ভোগ নেমে আসতে পারে।’

তিন পারমাণবিক কেন্দ্রে কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না: ইরান
মার্কিন হামলার লক্ষ্য হওয়া ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় কোনো তেজস্ক্রিয় পদার্থ ছিল না বলে জানিয়েছে তেহরান। আল জাজিরা।

ইরানের সরকারি বার্তাসংস্থা আইআরএনএ দেশটির জাতীয় সম্প্রচার সংস্থার এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওই তিনটি কেন্দ্রে কোনো রেডিওঅ্যাকটিভ উপাদান ছিল না।

উক্ত মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, হামলার আগেই ইরানি কর্তৃপক্ষ সেসব স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা অন্যান্য তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে ফেলেছিল।

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৩ পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণ
যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলায় ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুন) যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রাম্প জানান, হামলার লক্ষ্য ছিল ফোরদু, নাতাঞ্জ ও এসফাহানের পারমাণবিক স্থাপনাগুলো। নিজের সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেয়া পোস্টে তিনি বলেন, ‘সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে। ফোরদুতে সম্পূর্ণ বোমা বর্ষণ সম্পন্ন হয়েছে।’


তিন ধর্মীয় নেতাকে ‘উত্তরসূরি’ নির্ধারণ করে রাখলেন খামেনি

ইসরায়েলের বার বার ‘হত্যার হুমকির মুখে’ নিজের ‘উত্তরসূরি’ হিসেবে তিনজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাকে নির্বাচন করে রেখেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে এ তালিকায় খামেনির ছেলে মোজতাবা নেই বলে নিশ্চিত করেছেন দেশটির কর্মকর্তারা।

শিশুদের ওপর সহিংসতায় জাতিসংঘের ‘কালো তালিকায়’ ইসরায়েল
ফিলিস্তিনি শিশুদের ওপর সহিংসতার দায়ে জাতিসংঘের তৈরি ‘কালো তালিকাভুক্ত’ হয়েছে ইসরায়েল। গাজায় ‘মানবসৃষ্ট খরা’ দেখা দেয়ায় পানির অভাবে শিশুদের মৃত্যু শুরুর আশঙ্কা করছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফও।


ইসরায়েলি হামলায় ইরানে আইআরজিসির আরও ২ শীর্ষ কমান্ডার নিহত

ইসরায়েলি বিমান বাহিনী (আইএএফ)-এর একাধিক হামলায় ইরানে ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর আরও দুই শীর্ষ সামরিক কমান্ডার নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে তাদের পরিচয় প্রকাশ করেছে।


নিহতরা হলেন ব্রিগেডিয়ার জেনারেল আমিন পৌর যোধি ও ব্রিগেডিয়ার জেনারেল বেনহাম শারিয়ারি। দুজনই আইআরজিসির গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।


মধ্যপ্রাচ্যে শান্তির পথে প্রধান বাধা ইসরায়েল: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়েপ এরদোয়ান জানিয়েছেন, ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার পেছনে মূল উদ্দেশ্য ছিল ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আসন্ন পরমাণু আলোচনা ব্যর্থ করা।


ইস্তানবুলে আয়োজিত এক কূটনৈতিক সম্মেলনে, ইরানের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে তিনি এই মন্তব্য করেন। এরদোয়ান বলেন, ‘ইসরায়েলের এই হামলা এক প্রকার রাষ্ট্রীয় ডাকাতি। এটি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা নষ্টের স্পষ্ট উদাহরণ।’


ইসরায়েলি হামলায় ইরানে নিহত ৪৩০ জন: স্বাস্থ্য মন্ত্রণালয়

গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েল-ইরান সংঘাতে এখন পর্যন্ত ইরানে ইসরায়েলি হামলায় অন্তত ৪৩০ জন প্রাণ হারিয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে ইরানি সংবাদমাধ্যম নউর নিউজ।


প্রতিবেদনে বলা হয়, টানা হামলায় আহত হয়েছেন আরও অন্তত ৩ হাজার ৫০০ জন। এই প্রথমবারের মতো ইরানের সরকার সংঘাত শুরুর পর আনুষ্ঠানিকভাবে হতাহতের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করল।


হামলায় যুক্তরাষ্ট্র জড়ালে ‘খুবই বিপজ্জনক’ পরিস্থিতি হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরান-ইসরায়েল উত্তপ্ত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকা নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তার ভাষায়, এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা হবে ‘খুবই বিপজ্জনক’।


তবে ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কূটনৈতিক আলোচনার জন্য প্রস্তুতির কথাও জানান। যদিও একইসঙ্গে তার অভিযোগ— ‘আমাদের জনগণের ওপর যখন বোমা পড়ছে, তখন আলোচনা সম্ভব নয়।’


ইসরায়েলি হামলার নিন্দা, উত্তেজনা প্রশমনে আহ্বান আরব পররাষ্ট্রমন্ত্রীদের
ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন আরব লিগভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, জাতিসংঘের সদস্য একটি দেশের সার্বভৌমত্বের ওপর এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ এবং এটি পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য একটি গুরুতর হুমকি।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি যাতে আর না ঘনীভূত হয়, তা নিশ্চিত করতে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানান আরব পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি তারা একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন।


ইরানে মোসাদের হয়ে কাজের অভিযোগে ৫৪ জন গ্রেপ্তার
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে ইরানের দক্ষিণাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫৪ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

তাদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি, রাষ্ট্রবিরোধী প্রচারণা এবং সমাজে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে গুজব ছড়ানোর মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানায়, গ্রেপ্তাররা ‘বিদেশি গোয়েন্দা সংস্থার হয়ে তথ্য সংগ্রহ, মনস্তাত্ত্বিক হামলার অংশ হিসেবে গুজব ছড়ানো এবং জনমনে ভীতি সঞ্চার করছিলেন’ বলে দাবি করেছে খুজেস্তানের প্রসিকিউটর অফিস।

প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে প্রতিবেদনে আরও জানানো হয়, প্রাথমিক তদন্তে তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, নিরাপত্তা লঙ্ঘন ও তথ্য পাচারের প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় কঠোর তদন্ত চলমান এবং শিগগিরই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরু হবে।

ইরানের ইসফাহান পারমাণবিক গবেষণা কেন্দ্রে ইসরায়েলের হামলা
ইরানের অন্যতম প্রধান পারমাণবিক গবেষণা স্থাপনা ইসফাহান নিউক্লিয়ার টেকনোলজি সেন্টারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২১ জুন) ইরানের প্রাদেশিক উপ-গভর্নর এই তথ্য নিশ্চিত করেছেন।

আধাসরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানায়, ইসফাহান প্রদেশের আরও কয়েকটি স্থাপনাতেও হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

প্রাদেশিক উপ-গভর্নরের বরাতে ফার্স জানায়, ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হামলার বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হলেও কিছু ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিস্ফোরণের শব্দের বেশিরভাগই ছিল বিমান প্রতিরক্ষার প্রতিক্রিয়া।

ওই কর্মকর্তা আরও জানান, হামলার কারণে পারমাণবিক স্থাপনায় কোনো ক্ষতিকর গ্যাস বা বিকিরণ ছড়ায়নি। তবে নিরাপত্তার স্বার্থে সাধারণ জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেয়া হয়েছে।

ইসরায়েলের হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৩৩, তেহরানেও বিস্ফোরণ
ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন অন্তত ৩৩ জন। শুক্রবার (২০ জুন) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন, স্থানীয় হাসপাতাল সূত্রের বরাতে।

হাইফার রামবাম মেডিকেল সেন্টারের বরাত দিয়ে জানানো হয়েছে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন আরও ১৬ জন, যাদের আঘাত তুলনামূলকভাবে হালকা।

ইরান-ইসরায়েল চলমান সংঘাত শুরু হয় ১৩ জুন। এরপর থেকে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)।


ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা 'বিপজ্জনক নজির': জাতিসংঘে চীনের দূত
ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলাকে ‘বিপজ্জনক নজির’ হিসেবে অভিহিত করেছেন জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে তিনি বলেন, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরায়েলের দ্রুত অস্ত্রবিরতি ঘোষণা করা উচিত।

চীনা দূত বলেন, ইসরায়েল যেভাবে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে, তা মারাত্মক পরিণতির দিকে নিয়ে যেতে পারে। পারমাণবিক ইস্যুটি অবশ্যই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

এই ইস্যুতে সৌদি আরবও সমালোচনামুখর হয়েছে। দেশটির পারমাণবিক ও বিকিরণ নিয়ন্ত্রক কমিশন একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে। বৃহস্পতিবার ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ইসরায়েলি হামলার পর এমন মন্তব্য করে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দেশটি।

ইসরায়েলে পৌঁছাল যুক্তরাষ্ট্র-জার্মানি থেকে আসা ১৪ সামরিক কার্গো বিমান
ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে আসা ১৪টি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে। এসব বিমানে রয়েছে বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম ও সহায়তা উপকরণ। খবরটি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তুরস্কভিত্তিক বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২০ জুন) ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে হামলা শুরু হওয়ার পর থেকে দেশটি সমুদ্র ও আকাশপথে নিয়মিত সামরিক সরঞ্জাম আনছে। নতুন এই চালানও সেই ধারাবাহিকতার অংশ।

বিবৃতিতে আরও জানানো হয়, এসব সামরিক সরঞ্জাম ইসরায়েলি সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতি আরও শক্তিশালী করবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু এই নতুন চালান নয়, গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮০০টিরও বেশি সামরিক কার্গো বিমান দেশটিতে পৌঁছেছে।

ইরানের কোম শহরে বিমান হামলায় কিশোর নিহত
ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরের একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৬ বছর বয়সী এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুজন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে হামলার লক্ষ্যবস্তু কে বা কী ছিল, তা প্রাথমিকভাবে জানা যায়নি।

শনিবার (২১ জুন) এই হামলা হয় বলে ইরানের তাসনিম সংবাদ সংস্থার বরাতে জানিয়েছে আল–জাজিরা।


ইসরায়েলি ড্রোন হামলায় ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত
তেহরানের একটি ভবনে ইসরায়েলি ড্রোন হামলায় এক ইরানি পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা ক্যান ও অন্যান্য স্থানীয় গণমাধ্যম।

এই হামলাটি ইরানি রাজধানী তেহরানের গিশা এলাকায় সংঘটিত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এই বিষয় নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।


কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েল-ইরান সংঘাত রোধের আহ্বান জাতিসংঘের প্রধানের
কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইসরায়েল-ইরান সংঘাত রোধের আহ্বান জানিয়ে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন এই সংঘাতের ফলে বিশ্ব “দ্রুত গতিতে” সঙ্কটের দিকে এগোচ্ছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকের উদ্বোধনী ভাষণে তিনি একথা বলেন।

তিনি বলেন, "এই সংঘাতের বিস্তার এমন এক আগুন জ্বালাতে পারে যা কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না।"


জেনেভায় ইরান ও পশ্চিমা দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক আজ
ইরান-ইসরায়েল সংঘাত অষ্টম দিনে গড়িয়েছে। এই উত্তেজনার মধ্যেই আজ জেনেভায় বৈঠকে বসছেন ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা। এতে অংশ নেবেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাসও।

ইরানে নেতৃত্বের বদল ‘লক্ষ্য নয়’, কিন্তু ঘটতেও পারে: নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে নেতৃত্বের পতন বা পরিবর্তন তাদের হামলার লক্ষ্য নয়, তবে হামলার ফলে এমনটা ঘটতেও পারে।

তিনি বলেন, ‘শাসনব্যবস্থা বদলানো কিংবা এই শাসনব্যবস্থার পতনের বিষয়টি একান্তই ইরানি জনগণের। এর কোনো বিকল্প নেই। এই কারণে আমি একে লক্ষ্য হিসেবে ঠিক করিনি। এটা হতে পারে হামলার একটি ফলাফল, কিন্তু এটা আমাদের আনুষ্ঠানিক বা নির্ধারিত লক্ষ্য নয়।’

ইরানে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া
ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরানে নিজেদের দূতাবাস বন্ধ করে দিয়েছে অস্ট্রেলিয়া। একইসঙ্গে সব অস্ট্রেলীয় কর্মকর্তা-কর্মচারীদের সেখান থেকে সরে আসার নির্দেশও দেয়া হয়েছে।


হামলায় যুক্তরাষ্ট্র জড়ালে গোটা অঞ্চল হবে নরক: ইরান
ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়ালে গোটা অঞ্চল পরিণত হবে নরকে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে।

বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এটা আমেরিকার যুদ্ধ নয়। তারা যদি এতে জড়ায়, তাহলে তা হবে ঐতিহাসিক ভুল।


ইরানে নতুন সামরিক গোয়েন্দাপ্রধান নিয়োগ
ইরানের এলিট ফোর্স ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখার প্রধান হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে নিয়োগ দেয়া হয়েছে।


ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে বিরসেবায় ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হেনেছে। এর মধ্যে একটি ক্ষেপণাস্ত্র দক্ষিণ ইসরায়েলের বিরসেবা শহরে মাইক্রোসফট অফিসের কাছাকাছি বিস্ফোরিত হয়। শুক্রবার ভোরের এ ঘটনায় আবাসিক এলাকায় আগুন জ্বলতে দেখা যায়, বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয় এবং অন্তত পাঁচজন আহত হন বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে ধ্বংসপ্রাপ্ত ভবন ও আগুনে পুড়ে যাওয়া যানবাহনের দৃশ্য দেখা গেছে। ঘটনাস্থলে ছুটে এসেছে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল।

জানা গেছে, মাইক্রোসফট ভবনের পাশেই একটি ক্ষেপণাস্ত্র পড়ে, যার আঘাতে একটি গাড়িতে আগুন ধরে যায় এবং পার্শ্ববর্তী আবাসিক বসতবাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।


এবার খামেনিকে সরাসরি হত্যার ‘হুমকি’ দিলেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সরাসরি হত্যার ‘হুমকি’ দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। চলমান ক্রমবর্ধমান সংঘাতের সপ্তম দিনে বেয়ারশেবার সোরোকা মেডিকেল সেন্টারে ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর তিনি বলেন, ‘খামেনিকে তার অপরাধের জন্য মূল্য দিতে হবে’।

বৃহস্পতিবার (১৯ জুন) সকালে ওই হামলার পর দক্ষিণ ইসরায়েলের হাসপাতালটির মুখপাত্র জানিয়েছেন, এতে হাসপাতাল ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। এর প্রতিক্রিয়ায় কাটজ ঘোষণা করেন, ইসরায়েল ইরানের অভ্যন্তরে নতুন কৌশলগত স্থানগুলো লক্ষ্য করে হামলা শুরু করবে।এর লক্ষ্য, ‘ইসরায়েল রাষ্ট্রের মুখোমুখি হুমকি দূর করা এবং আয়াতুল্লাহদের শাসনের ভিত্তি কাঁপানো’।


ইরান হামলা চালালো ইসরায়েলের সাইবার কমান্ড সদর দপ্তরে

ইরান বৃহস্পতিবার সকালে ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ।

প্রতিবেদনে বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল ইসরায়েলি সেনাবাহিনীর C4I সাইবার কমান্ড সদরদপ্তর এবং সামরিক গোয়েন্দা কেন্দ্র, যা গাভ-ইয়াম হাইটেক পার্কে অবস্থিত। ওই স্থাপনাটিতে হাজার হাজার সাইবার ও গোয়েন্দা কর্মকর্তা কর্মরত ছিলেন বলে জানা গেছে।


সোরোকা হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা, কঠোর জবাবের হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইসরায়েলের বেয়ারশেভায় সোরোকা মেডিকেল সেন্টারে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

বৃহস্পতিবার সকালে সংঘটিত এই হামলাকে 'সন্ত্রাসী তেহরানের বর্বরতা' হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, 'এই সকালে ইরানের সন্ত্রাসী শাসকেরা বেয়ারশেভার সোরোকা হাসপাতাল ও দেশের কেন্দ্রীয় অঞ্চলের বেসামরিক জনপদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তেহরানের শাসকদের এ অপরাধের পুরো মূল্য দিতে হবে।'


তেলআবিব-জেরুজালেমে বিস্ফোরণ, পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের পাল্টা হামলা

ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠেছে ইসরায়েলের তেলআবিব, জেরুজালেমসহ দেশের কেন্দ্র ও উত্তরাঞ্চল। বৃহস্পতিবার ভোরে এই হামলায় গোটা অঞ্চলে বিমান হামলার সতর্কতা সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানায়, ইরান থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে এবং সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যম জানায়, অন্তত চারটি জায়গায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তেলআবিব, রামাত গান, হোলোন ও বেয়ার শেভার সোরোকা মেডিকেল সেন্টারে বিস্ফোরণে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। জনগণকে ঘরে অবস্থান করে নিরাপদে থাকার নির্দেশ দিয়েছে আইডিএফ।


দক্ষিণ ইসরায়েলের হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত

ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে দক্ষিণ ইসরায়েলের বীরশেবায় অবস্থিত সোরোকা হাসপাতালে। এর আগে দেশজুড়ে বিমান হামলার সাইরেন বেজে উঠেছিল।

বৃহস্পতিবার সোরোকা হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন, হামলায় হাসপাতাল ভবনে ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন এলাকায় বড় ধরনের ধ্বংসের খবর পাওয়া গেছে।


খামেনিকে হত্যার গুঞ্জনে পুতিনের নীরবতা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে লক্ষ্য করে ইসরায়েলের সম্ভাব্য হত্যাচেষ্টার গুঞ্জন নিয়ে মুখ খুলতে অস্বীকৃতি জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ বিষয়ে মন্তব্য করতে তিনি সরাসরি বলেন, “আমি এই সম্ভাবনা নিয়ে আলোচনাও করতে চাই না।”

সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইঙ্গিত দিয়েছেন, ইরানবিরোধী হামলা দেশটিতে শাসন পরিবর্তনের পথ খুলে দিতে পারে। অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, “আমরা খামেনির অবস্থান জানি, তবে এখনই তাকে হত্যা করছি না।”


মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে ইরানের পাশে থাকার বার্তা উত্তর কোরিয়ার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানের প্রতি জোরালো সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির নেতা কিম জং-উন এক আনুষ্ঠানিক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, 'এই যুদ্ধে ইরান একা নয়।'

কিম বলেন, 'ইরান এই সংকটে একা নয়। উত্তর কোরিয়ার সেনাবাহিনী সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতিতে রয়েছে। আমরা কখনও আমাদের মিত্রদের কঠিন সময়ে ছেড়ে যাই না।'


ইসরায়েলে হামলায় প্রথমবার ‘সেজ্জিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি ইরানের

ইসরায়েলের ভেতরে কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার সময় প্রথমবারের মতো ‘সেজ্জিল’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একটি সূত্রের বরাতে এ তথ্য জানায়।

সেজ্জিল হলো দুই ধাপের, কঠিন জ্বালানিচালিত একটি ক্ষেপণাস্ত্র, যার পাল্লা আনুমানিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার পর্যন্ত। ইরান দাবি করেছে, তারা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদরদপ্তর, বিমানঘাঁটি ও সেনা কমান্ড সেন্টারসহ উচ্চমূল্যের সামরিক ও গোয়েন্দা স্থাপনায় আঘাত হেনেছে। হামলার ফলে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা সাময়িকভাবে বিকল হয়ে যায়, এবং ইরান অল্প সময়ের জন্য আকাশসীমায় কৌশলগত নিয়ন্ত্রণ নেয়।


ইরানে সম্ভাব্য হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ব্লুমবার্গ

তেহরান ও তেল আবিবের মধ্যে উত্তেজনা চরমে এখন। এরই মধ্যে যুক্তরাষ্ট্র ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে বলে ব্লুমবার্গের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

বুধবারের এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন কর্মকর্তারা সরাসরি সামরিক হস্তক্ষেপের জন্য প্রয়োজনীয় অবকাঠামো জড়ো করছেন। এক সম্ভাব্য পরিকল্পনায় আগামী সপ্তাহান্তে হামলার ইঙ্গিতও রয়েছে। তবে সূত্রগুলো জানিয়েছে, পরিস্থিতি এখনও পরিবর্তনশীল।


ইসরায়েলকে ‘চরম প্রতিশোধের’ হুমকি খামেনির
ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতির’ কঠোর সতর্কীকরণ ও ‘চরম প্রতিশোধের’ হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

সংঘাত শুরুর পর থেকে বুধবারের (১৮ জুন) প্রথম টেলিভিশন ভাষণে তিনি ঘোষণা করেন, ইরান ‘আত্মসমর্পণ’ করবে না বা ‘চাপিয়ে দেয়া শান্তি বা যুদ্ধ’ মানবে না।

প্রতিশোধ নিতে তেহরানের দৃঢ় সংকল্পে জোর দিয়ে খামেনি বলেন, ‘আমাদের সন্ত্রাসী ইহুদিবাদী শাসনের প্রতি কঠোর প্রতিক্রিয়া জানাতে হবে। আমরা ইহুদিবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না’।

ইরান-ইসরায়েল টানা ষষ্ঠদিনের সংঘাতে সহিংসতা আরও তীব্র হওয়ার মাঝেই তার মন্তব্যটি এসেছে, যা দুই দেশকেই নাড়া দিয়েছে এবং আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রকেও স্পষ্ট সতর্কীকরণ দেন খামেনি। বলেন, তার দেশের বিরুদ্ধে যেকোনো সামরিক পদক্ষেপ আমেরিকানদের জন্য ‘গুরুতর এবং অপূরণীয় পরিণতি’ ডেকে আনবে।

ইসরায়েলে ৪ শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: নেতানিয়াহুর দপ্তর
গত শুক্রবার থেকে ইরান ইসরায়েলের দিকে ৪০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং শত শত ড্রোন মোতায়েন করেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। সিএনএন’র প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত এবং আট শতাধিক মানুষ আহত হয়েছেন। এ পরিস্থিতিতে ইসরায়েলি কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে প্রায় ৪ হাজার বাসিন্দাকে সরিয়ে নিয়েছে।


তেহরানে কেমন আছেন বাংলাদেশিরা
ইরান-ইসরায়েল চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানে অবস্থানরত প্রায় ৪০০ বাংলাদেশির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন সারাদেশ।

মঙ্গলবার ইরানে বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলেও বাকিদের বিষয়ে একধরণের উৎকন্ঠা তৈরি হয়েছে। তবে বুধবার জানা গেল, ইরানের রাজধানী শহরটিতে অবস্থানরত বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদেই আছেন এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনা ‘ধ্বংস করা কঠিন’: ডেভিড অ্যালব্রাইট
জাতিসংঘের প্রাক্তন পারমাণবিক অস্ত্র পরিদর্শক ডেভিড অ্যালব্রাইট বলেছেন, ভূগর্ভস্থ ইরানের ফোর্ডো পারমাণবিক স্থাপনা সামরিক হামলায় ‘ধ্বংস করা কঠিন হবে’। তবে কেবল মার্কিন যুক্তরাষ্ট্রেরই এটি সম্পূর্ণরূপে ধ্বংসের ক্ষমতা রয়েছে বলেও মনে করেন তিনি। সামরিক পদক্ষেপের শঙ্কা নিয়ে ওয়াশিংটন-ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা অ্যালব্রাইট বলেন, ‘আমি বিশ্বাস করি, ইসরায়েল উল্লেখযোগ্য সময়ের জন্য এই স্থাপনাটি নিষ্ক্রিয় করতে পারে’।

‘মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছে ইরান’
মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন বাহিনীর ওপর সম্ভাব্য হামলা চালাতে ইরান ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ব্যবস্থা প্রস্তুত করেছে বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বুধবার (১৮ জুন) প্রকাশিত গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে মার্কিন বাহিনী সামরিক পদক্ষেপ নিলে, বিশেষ করে যদি তারা ইরানি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলাকে সমর্থন দেয়, তাহলে ইরানের সামরিক বাহিনী প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করছে বলে ধারণা করা হচ্ছে।

তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে ইসরায়েলের হামলা

ইরানের রাজধানী তেহরানের পূর্ব উপকণ্ঠে অবস্থিত ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার (১৫ জুন) ইরানি সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।

ইসরায়েলের সঙ্গে সংঘাতেও ইরানের স্থলসীমান্ত খোলা
ইসরায়েলের সঙ্গে সংঘাত বাড়ায় ইরানে বসবাসকারী অনেক বিদেশি দেশটি ছেড়ে যেতে চাইছেন। কর্মকর্তারা জানিয়েছেন, তাদের ইরানত্যাগে সব স্থলসীমান্ত ক্রসিং খোলা রয়েছে।

ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি ইরানের
চলমান সংঘাতে ইসরায়েলে হাইপারসনিক ফাত্তাহ-১ ক্ষেপণাস্ত্র হামলার দাবি জানিয়েছে ইরান। ‘অপারেশন অনেস্ট প্রমিস ৩’-এর ১১তম ধাপে এই ক্ষেপণাস্ত্র ব্যবহারে ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্রগুলোতে আঘাত হানার কথা বলছে দেশটির অভিজাত ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

ইরানে ইসরায়েলি হামলায় ৫ দিনে নিহত প্রায় ৬০০: মানবাধিকার সংস্থা
গত পাঁচ দিনে ইরানের বিভিন্ন শহরে ইসরায়েলের ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় অন্তত ৫৮৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস। সংস্থাটি জানায়, এই হামলায় আহত হয়েছেন আরও ১ হাজার ৩০০ জনের বেশি।

জেরুজালেমে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণের জন্য জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাস শুক্রবার পর্যন্ত বন্ধ থাকবে।ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা মেনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইরানে ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান রাশিয়ার

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ইসরায়েলের ধারাবাহিক হামলাকে 'অবৈধ' আখ্যা দিয়ে তা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ আহ্বান জানায়। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলার কথা ভাবছেন ট্রাম্প

ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের চালানো হামলায় যুক্ত হওয়ার কথা ভাবছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

খামেনির হুঁশিয়ারি: ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হত্যার হুমকির পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানালেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, ‘মর্যাদাবান হায়দারের নামে, যুদ্ধ শুরু হলো।’

ইরানে নিহত ৪৫২ জন, বলছে মানবাধিকার সংস্থা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি ২২৪ জন
ইসরায়েলি হামলায় ইরানে প্রাণহানি বেড়েই চলেছে। তবে হতাহতের সংখ্যা নিয়ে দেশটির মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস ইন ইরান (এইচআরএএনএ) ও সরকারের দেয়া তথ্যে বিস্তর ফারাক দেখা যাচ্ছে।

ইসরায়েল-ইরান সংঘাতে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে
মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার ফলে বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১৭ জুন) আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

পঞ্চমদিনেও চলছে ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা, নিহত আরও তিনজন

সংঘাত শুরুর পঞ্চম দিনেও ইরানে হামলা চালাচ্ছে ইসরায়েল। মঙ্গলবার (১৭ জুন) সকাল থেকে এসব হামলায় এখন পর্যন্ত ইরানে তিনজন নিহত ও চারজন আহত হওয়ার দাবি জানিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ২১টি মুসলিম দেশ
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র মিশরসহ ২১টি মুসলিম দেশ। এসব দেশ যুদ্ধ বন্ধ, শান্তিপূর্ণ সমাধান এবং পরমাণু অস্ত্র বিস্তার রোধে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে।

ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যেই ইরান পারমাণবিক ইস্যুর ‘স্থায়ী সমাধান’ চান ট্রাম্প
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পারমাণবিক বিরোধের একটি ‘স্থায়ী সমাধানের' আহ্বান জানিয়েছেন। তিনি ইঙ্গিত দিয়েছেন যে, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আলোচনা করতে সিনিয়র মার্কিন কর্মকর্তাদের পাঠানো হতে পারে। কারণ ইসরায়েল-ইরান আকাশ সংঘাত এই নিয়ে পঞ্চম দিনে গড়িয়েছে।

তেহরানে ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষ জেনারেল নিহত বলে আইডিএফের দাবি
ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) দাবি করেছে, ইরানের রাজধানী তেহরানে একটি সুনির্দিষ্ট বিমান হামলায় তারা ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মেজর জেনারেল আলী শাদমানিকে হত্যা করেছে। সোমবার দিবাগত রাতে এই হামলা চালানো হয় বলে জানায় আইডিএফ।

ইসরায়েলি হামলায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ২ জন নিহত

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আইআরআইবিতে ইসরায়েলি বোমা হামলায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের একজন সংবাদ সম্পাদক এবং অপরজন প্রশাসনিক কর্মকর্তা। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এই তথ্য নিশ্চিত করেছে।

অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়ানোর আগেই তেহরানবাসীদের শহর খালি করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তেহরানের বাসিন্দাদের প্রতি তিনি এমন সতর্কবার্তা দেন। খবর সিএনএন এর।

ইরানের আকাশসীমা দুপুর পর্যন্ত বন্ধ থাকবে : আইআরএনএ
ইরানের আকাশসীমা স্থানীয় সময় মঙ্গলবার বেলা ২টা পর্যন্ত বন্ধ থাকবে। দেশটির সরকারি বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরা।

জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই দেশে ফিরছেন ট্রাম্প
কানাডায় চলমান জি-৭ সম্মেলন শেষ হওয়ার আগেই দেশে ফিরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তাসংস্থা এপি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধ পরিস্থিতির মধ্যেই হঠাৎ এ সিদ্ধান্ত নেন ট্রাম্প।

মধ্যপ্রাচ্যের পথে মার্কিন রণতরি, ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে তৎপর বহু দেশ
ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা শুরু করেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি। তবে, চলমান সংঘাত বন্ধে চেষ্টা অব্যাহত রেখেছে ইরানের ঘনিষ্ঠ মিত্র বলে পরিচিত রাশিয়া ও চীন ছাড়াও তুরস্ক, ভেনিজুয়েলাসহ বিশ্বের বিভিন্ন দেশ।

ইরানের সঙ্গে সব সীমান্ত বন্ধ করল পাকিস্তান

পাকিস্তান ইরানের সঙ্গে যুক্ত সব সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। দেশটির বালুচিস্তান প্রদেশের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়, বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি বার্তা সংস্থা এএফপিকে জানান, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার — এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। এসব জেলার সীমানা ইরানের সঙ্গে সংযুক্ত।

ইরান-ইসরায়েল সংঘাত: বিপাকে ৪০ হাজার বিদেশি পর্যটক, আকাশপথ বন্ধ

ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের জেরে ইসরায়েলে অন্তত ৪০ হাজার বিদেশি পর্যটক আটকা পড়েছেন। দেশটির পর্যটন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে আকাশপথ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকায় পর্যটকরা নিজ দেশে ফিরতে পারছেন না।

পাল্টাপাল্টি হামলায় ইসরায়েলে নিহত ২৪ জন, ইরানে ২২৪

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এতে চারদিনে নিহত বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।  অন্যদিকে ইসরায়েলের বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহতের সর্বশেষ সংখ্যা ২২৪ জন।

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন

ক্রমবর্ধমান সংঘাতের মধ্যেই ইসরায়েলে মার্কিন দূতাবাসে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা
ইসরায়েলের ওপর এবার ইয়েমেন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সক্রিয় রয়েছে।

ইসরায়েল-ইরান সংঘাত টানা চতুর্থ দিনেও তীব্র আকার ধারণ করেছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে মার্কিন দূতাবাসের সামান্য ক্ষতি হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইরানের নতুন হামলায় ইসরায়েলে নিহত 8
ইসরায়েলের মধ্যাঞ্চলে ইরানের নতুন করে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত চারটি স্থানে বিস্ফোরণ হয়েছে। এতে এখন পর্যন্ত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছে জেরুজালেম পোস্ট।

ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দাপ্রধানসহ নিহত ৩ জেনারেল

ইরানে ইসরায়েলের টানা বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি, তার উপপ্রধান হাসান মোহাক্কিক এবং আরেক জ্যেষ্ঠ কর্মকর্তা মোহসেন বাঘেরী নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে।

সংঘাত বন্ধে ‘চুক্তি করবে’ ইরান-ইসরায়েল: ট্রাম্প

চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাবে জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংঘাত বন্ধ করতে বহু ফোনকল ও বৈঠক এখন চলছে।

সিএনএন এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার (১৫ জুন) সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত; দুই দেশে চুক্তিতে পৌঁছাবে—যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম।

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলা অব্যাহত, যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা বাতিল
তৃতীয় দিনের মতো ইরানে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। জবাবে ইরানও ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালাচ্ছে।  এসব হামলা কেবল ইরান থেকেই হচ্ছে, তা নয়, বরং ইয়েমেন থেকে হুথিরাও ক্ষেপণাস্ত্র ছুড়ছে বলেও অভিযোগ তুলেছে ইসরায়েল। ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি ইরানের সমর্থনপুষ্ট।

ইরানে মোসাদের ২ সদস্যকে গ্রেপ্তার
ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য হওয়ার অভিযোগে ইরানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বার্তা সংস্থা তাসনিম। প্রতিবেদনে বলা হয়, আলবোর্জ প্রদেশ থেকে গ্রেফতার হওয়া এই দুই ব্যক্তি বিস্ফোরক ও ইলেকট্রনিক ডিভাইস তৈরির কাজে জড়িত ছিলেন।

ইরানে হওয়া হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা নেই: ট্রাম্প
সম্প্রতি ইরানে হওয়া হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যের মাধ্যমে ইসরায়েল ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা থেকে ওয়াশিংটনকে দূরে রাখার চেষ্টা করলেন তিনি।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত ৮, আহত শতাধিক
ইরান থেকে ছোড়া নতুন ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে অন্তত ৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। রোববার (স্থানীয় সময় শনিবার গভীর রাতে) এই হামলা চালানো হয় বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

তৃতীয় ইসরায়েলি জেট ভূপাতিত করার দাবি ইরানের, দুই পাইলট আটক
ইরানের সেনাবাহিনী শুক্রবার জাতীয় টেলিভিশনের বরাত দিয়ে জানিয়েছে, ইরানের তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একটি ইসরায়েলি এফ-৩৫ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।

ইরানে এখনও হামলা চালাচ্ছে ইসরায়েল: আইডিএফ
ইসরায়েল এখনও ইরানের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র এফি ডেফরিন। শনিবার (১৪ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ইরানে ১৫০টিরও বেশি লক্ষ্যবস্তুতে ‘ধারাবাহিক হামলা’ চালানো হয়েছে।

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের আহ্বান পাকিস্তানের

চলমান ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে ইরানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে পাকিস্তান। পাশাপশি ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম ঐক্যের আহ্বান জানিয়েছে দেশটি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ শনিবার (১৪ জানুয়ারি) জাতীয় সংসদে ভাষণ দেয়ার সময় এই আহ্বান জানান।

ইসরায়েলকে সহায়তা করলে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য-ফ্রান্সের ঘাঁটিতে হামলার হুমকি ইরানের
ইসরায়েলকে রক্ষা করতে সাহায্য করলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ঘাঁটি ও জাহাজে হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার (১৪ জুন) বিকালে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে বিবিসি।

ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না হলে তেহরান জ্বলবে: ইসরায়েল
ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ না করলে তেহরান জ্বলবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তজ।

শনিবার (১৪ জুন) এক বিবৃতিতে ইসরায়েল কার্তজ বলেন, ইরানি স্বৈরশাসক ইরানের নাগরিকদের জিম্মি করে এমন বাস্তবতা তৈরি করছেন যেখানে ইসরায়েলের বেসামরিক নাগরিকদের ওপর অপরাধমূলক হামলার জন্য তেহরানের বাসিন্দাদের চরম মূল্য দিতে হবে।

ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ইসরায়েল-ইরান উত্তেজনার মধ্যে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইসরায়েল। শনিবার ইসরায়েলি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘অর্থহীন’: ইরান
ইসরায়েলের সর্ববৃহৎ সামরিক হামলার পর ইরান বলেছে, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ‘অর্থহীন’। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে চুক্তি করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত কয়েক মাস ধরে এ চেষ্টা চালিয়ে আসছে।

রোববার (১৫ জুন) ওমানের রাজধানী মাসকাটে ষষ্ঠ দফায় মার্কিন-ইরান পারমাণবিক আলোচনার কথা রয়েছে। কিন্তু ইসরায়েলি হামলার পর তা এগিয়ে যাবে কি না, তা স্পষ্ট নয়।

ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা, তিনজন নিহত, আহত অন্তত ৮৫
ইসরায়েলের হামলার জবাবে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় একজন নারীসহ তিন ইসরায়েলি নিহত হয়েছেন। এর পর পরই আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইসরায়েল। পাল্টাপাল্টি এসব হামলায় দুই দেশ মিলিয়ে আহত হন অন্তত ৮৫ জন।

তেহরানে ইসরায়েলি হামলায় ৭৮ জন নিহত, শতাধিক আহত
শুক্রবার ভোরে ইসরায়েলের একাধিক বিমান হামলায় ইরানের রাজধানী তেহরানে অন্তত ৭৮ জন নিহত এবং ৩২৯ জনের বেশি আহত হয়েছে বলে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম ও স্থানীয় সূত্র জানিয়েছে।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি ইরানি সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা নূর নিউজ নিহতের সংখ্যা নিশ্চিত করলেও জানিয়েছে, এটি প্রাথমিক হিসাব।

ইরানে আইআরজিসির নতুন কমান্ডার হিসেবে পাকপুর নিয়োগ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর নতুন প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ দিয়েছেন। সম্প্রতি ইসরায়েলি হামলায় আগের আইআরজিসি কমান্ডার জেনারেল হোসেইন সালামি নিহত হওয়ার পরপরই এই পদক্ষেপ নেয়া হলো। শুক্রবার এই ঘোষণা দেয়া হয়।

ইরানে ইসরায়েলি বিমান হামলায় বিশ্বজুড়ে সংযমের আহ্বান
ইসরায়েলের সাম্প্রতিক সামরিক হামলার নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। এসব হামলায় ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। জানা গেছে, এতে ইরানের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা যেমন সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ও বিপ্লবী গার্ডসের কমান্ডার হোসেইন সালামি নিহত হয়েছেন।

হামলায় ইরানের ৬ পরমাণু বিজ্ঞানী নিহত
ইসরায়েলের হামলায় ইরানের ছয় পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বার্তাসংস্থা তাসনিমের এক প্রতিবেদন।

নিহত ছয় বিজ্ঞানী হলেন- আব্দুল্লাহ মিনৌচেহর, আহমাদ রেজা জলফাঘারি, সায়েদ আমির হোসেন ফাকহি, মোতলাবিজাদেহ, ফেরেদুন আব্বাসি এবং মোহাম্মদ মেহদি তেহরানচি।

ইসরায়েলে ইরানের পাল্টা হামলা শুরু
এবার ইসরায়েলে পাল্টা হামলা শুরু করেছে ইরান। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ইসরায়েলের দিকে অন্তত ১০০টি ড্রোন ছুড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই তথ্য নিশ্চিত করেছে।

আইডিএফ-র মুখপাত্র ইফি ডেফরিন বলেছেন, ইরান ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে আনুমানিক ১০০টি মানবহীন ড্রোন ছুড়েছে। তবে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ইসরায়েলের হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত
ইসরায়েলের বিমান হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন। শুক্রবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘অপারেশন রাইসিং লায়ন’ নামে ইরানে হামলা করে ইসরায়েল। ইসরায়েলের দাবি, ইরানের পারমানবিক কর্মসূচিকে ব্যর্থ করে দিতে এই হামলা করা হয়। এই হামলায় ইরানের বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তি এবং দুই পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ইসরায়েলকে হামলার চড়া মূল্য দিতে হবে: ইরান

ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের চালানো প্রাণঘাতী হামলার কড়া জবাব দেয়ার ঘোষণা দিয়েছে তেহরান। শুক্রবার (১৩ জুন) ভোররাতে নাতাঞ্জ ও তেহরানসহ একাধিক স্থানে এসব হামলা চালানো হয়। এতে ইরানের বিপ্লবী গার্ড প্রধানসহ গুরুত্বপূর্ণ পরমাণু বিজ্ঞানীরা নিহত হন।

ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মুখপাত্র আবুলফজল শেখারচি বলেন, ‘এই বর্বরোচিত হামলার জবাব অবশ্যই দেবে ইরানি সশস্ত্র বাহিনী। ইসরায়েলকে এর চড়া মূল্য দিতে হবে এবং তারা যেন ইরানের প্রতিশোধের জন্য প্রস্তুত থাকে।’

ইরানে ইসরায়েলি হামলায় সৌদির নিন্দা
ইরানে ইসরায়েলের বিমান হামলায় নিন্দা জানিয়েছে সৌদি আরব। এ হামলাকে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক আইন ও নীতিমালার স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘সৌদি আরব এই নৃশংস হামলার নিন্দা জানাচ্ছে এবং একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় ও নিরাপত্তা পরিষদের ওপর এ আগ্রাসন অবিলম্বে বন্ধে বড় দায়িত্ব রয়েছে বলে মনে করে।’ আলজাজিরা

ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়িত নয়: রুবিও

ইরানের পারমাণবিক ও সামরিক লক্ষ্যবস্তুতে পরিচালিত ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র কোনোভাবে জড়িত নয় বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শুক্রবার (১৩ জুন) হামলার খবর প্রকাশের কিছুক্ষণ পরই তিনি এ কথা বলেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রকাশিত বিবৃতিতে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে একতরফা পদক্ষেপ নিয়েছে ইসরায়েল। আত্মরক্ষার্থে তারা এই হামলা চালিয়েছে এবং যুক্তরাষ্ট্র এর সঙ্গে জড়িত নয়। মধ্যপ্রাচ্যে আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার হচ্ছে, (ওই অঞ্চলে মোতায়েনকৃত) মার্কিন সেনাদের সুরক্ষা প্রদান করা।

ইরানের পারমাণবিক কর্মসূচির মূলকেন্দ্রে হামলা চালানো হয়েছে: নেতানিয়াহু
ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচির প্রধান কেন্দ্র লক্ষ্য করে সফল হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইরানের বিভিন্ন অঞ্চলে চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রসঙ্গে তিনি এই মন্তব্য করেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার সময় রাজধানী তেহরানসহ আশপাশের এলাকায় বিস্ফোরণের প্রচণ্ড শব্দ শোনা গেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি এবং দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে যুক্ত দুই বিজ্ঞানী নিহত হয়েছেন।

ইসরায়েলের হামলায় ইরানের রেভল্যুশনারি গার্ড প্রধান ও দুই বিজ্ঞানী নিহত
ইরানের রাজধানী তেহরান এবং আশপাশের এলাকায় ইসরায়েলের চালানো ব্যাপক বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি ও দুই পরমানু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

শুক্রবার (১৩ জুন) রাতভর চালানো এই হামলায় রেভল্যুশনারি গার্ডের সদর দপ্তরসহ একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় আঘাত হানা হয়। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো সকালে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

যুদ্ধবিরতি ঘোষণা করল ইসরায়েল, ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত একটি যুদ্ধবিরতির শর্তে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইসরায়েল সরকার সতর্ক করে দিয়ে জানিয়েছে, যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন হলে কঠোর এবং সিদ্ধান্তমূলক জবাব দেয়া হবে।

ইসরায়েল বলছে, ইরানের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে সাম্প্রতিক হামলায় তাদের লক্ষ্য পূরণ হয়েছে। তাই তারা এই যুদ্ধবিরতি মেনে নিয়েছে।


ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের অভিযোগ অস্বীকার করল ইরান
ইরানের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে ইসরায়েল। তবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ নিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি এবং ইসনা বার্তা সংস্থা জানিয়েছে, ইরানের দিক থেকে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগটি জোরালোভাবে অস্বীকার করা হয়েছে।

এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ অভিযোগ করেন, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ ঘটনার জবাবে তিনি তেহরানের ওপর ‘তীব্র হামলার’ নির্দেশ দেন।

মার্কিন ঘাঁটিতে হামলায় ইরানের রাষ্ট্রদূতকে তলব কাতারের
কাতারের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানাতে ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে কাতার। এটিকে তাদের সার্বভৌমত্বের ‘স্পষ্ট লঙ্ঘন’ বলে বর্ণনা করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ইরানের রাজনৈতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী মাজিদ তখতরাভাঞ্চি মঙ্গলবার (২৪ জুন) কাতারের একজন কর্মকর্তাকে বলেছেন, আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও বোঝাপড়ায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে বিভক্তি সৃষ্টি করতে দেবে না ইরান।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৫৬ হাজার
অবরুদ্ধ ফিলিস্তিনি উপত্যকা গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও বিমান হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা এখন ৫৬ হাজার ২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নিহত হন ৪৩ জন, যাদের ২০ জনই মারা যান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানেটারিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) এর ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশেপাশে ত্রাণ ও খাবার নিতে গিয়ে।

সোমবার (২৩ জুন) দিনভর এসব হামলায় আহত হন আরও শতাধিক ফিলিস্তিনি। এ নিয়ে ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর থেকে গত ২০ মাসে নিহতের সংখ্যা বেড়ে ৫৬ হাজার ছাড়ালো। আরও এক লাখ এক লাখ ৩১ হাজার ৩৪২ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগই নারী ও শিশু। ইসরায়েলি বাহিনী এই সময়ে গাজার ১৫ হাজারের বেশি শিশুকে হত্যা করেছে।

গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, সর্বশেষ হামলায় ৪৩ জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে এবং নতুন করে আহতদের চিকিৎসা চলছে।

ইসরায়েলি গুপ্তচর সন্দেহে ইরানে ৭ শতাধিক গ্রেপ্তার
ইরানের অভ্যন্তরে কথিত ইসরায়েলি ‘গুপ্তচর নেটওয়ার্কে’র সঙ্গে জড়িত থাকার সন্দেহে দেশটির গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী ৭০০ জনেরও বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এবং নূর নিউজের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সঙ্গে ইরানের সাম্প্রতিক ১২ দিনের সংঘাতের সময় এই গ্রেপ্তার অভিযান পরিচালিত হয়। অভিযানে ইসরায়েলি গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লক্ষ্য করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ