কর্ণাটকে কর্মজীবী নারীদের ঋতুকালীন ছুটি চালু
ভারতের কর্ণাটক রাজ্য প্রথমবারের মতো কর্মজীবী নারীদের জন্য বেতনসহ ঋতুকালীন ছুটি চালু করেছে। বুধবার আনুষ্ঠানিকভাবে এই নীতিমালা ঘোষণা করা হয়।
নতুন নিয়ম অনুযায়ী, সরকারি ও বেসরকারি খাতে ১৮ থেকে ৫২ বছর বয়সী নারীরা প্রতি মাসে একদিন ঋতুকালীন ছুটি নিতে পারবেন। এই ছুটি ওই মাসেই ব্যবহার করতে হবে এবং ছুটি নেওয়ার জন্য কোনো চিকিৎসা সনদ জমা দিতে হবে না। – টাইমস অফ ইন্ডিয়া।
আনুষ্ঠানিক খাতের প্রায় ৩.৫ থেকে ৪ লাখ নারী কর্মী এই সুবিধা পাবেন। তবে গৃহকর্মী, দিনমজুর এবং অন্যান্য অনানুষ্ঠানিক খাতে কাজ করা প্রায় ৬০ লাখ নারী এতে অন্তর্ভুক্ত নন।
বিশেষজ্ঞরা মনে করছেন, অনানুষ্ঠানিক খাতের নারীদের জন্যও এই নিয়ম চালু করা উচিত। তারপরও কর্ণাটকের এই পদক্ষেপকে দক্ষিণ ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে, কারণ প্রথমবারের মতো বেসরকারি খাতের নারীরাও এতে অন্তর্ভুক্ত হয়েছেন।
ঋতুকালীন ছুটি নতুন ধারণা নয়। স্পেন, জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলো বহু আগে থেকেই নারীদের জন্য এই সুবিধা দিয়ে আসছে। ভারতের কিছু রাজ্যও সীমিত পরিসরে এই ছুটি প্রদান করে থাকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে