Views Bangladesh Logo

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে আইটি কর্মশালা

Press Release

প্রেস রিলিজ

থ্যপ্রযুক্তি বিষয়ক শিক্ষায় বাস্তব অভিজ্ঞতার গুরুত্ব দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে বিশেষ আইটি কর্মশালা করেছে আইটি কোম্পানি ‘সার্ভিসিং২৪’।

সার্ভার, স্টোরেজ, আইটি হার্ডওয়্যার, সাইবার সিকিউরিটি ও নেটওয়ার্কিং বিষয়ক পাঁচটি গুরুত্বপূর্ণ প্রযুক্তিখাত নিয়ে সাম্প্রতিক কর্মশালাটির সহযোগী আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়টির সাইবার সিকিউরিটি ক্লাব (সিএসই)।

ওয়ার্কশপে সার্ভিসিং২৪-এর টেকনিক্যাল টিম শিক্ষার্থীদের সামনে আধুনিক সার্ভার প্রযুক্তি, স্টোরেজ সলিউশন এবং নেটওয়ার্কিংয়ের নানা দিক হাতে-কলমে উপস্থাপনসহ সাইবার সিকিউরিটির সমসাময়িক বিষয়ে আলোচনা করেন।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা এবং সনদপত্র বিতরণ করা হয়।

সার্ভিসিং২৪-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসির ফিরোজ বলেন, ‘বর্তমান যুগে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সার্ভিসিং২৪ এদেশের তরুণদের যুগোপযোগী আইটি দক্ষতায় দক্ষ করে তুলতে বদ্ধপরিকর। আমরা বিশ্বাস করি, এ ধরনের ওয়ার্কশপ শিক্ষার্থীদের দেশে ও বিদেশে আইটি সেক্টরে অবদান রাখতে এবং তাদের ক্যারিয়ার গড়তে সাহায্য করবে’।

শিক্ষার্থীরা জানান, এই আয়োজন তাদেরকে প্রযুক্তিগত আইটি ক্যারিয়ার গঠনে প্রয়োজনীয় দক্ষতা, পরিকল্পনা এবং সঠিক দিক নির্ধারণের দিক-নির্দেশনা দিয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ