Views Bangladesh Logo

‘ঢাকা লকডাউন’ ঠেকাতে কঠোর অবস্থানে সরকার

Shimul  Zabaly

শিমুল জাবালি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সকালে থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর মধ্যেই গত দুদিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণের ঘটনা জনমনে আতঙ্ক ছড়িয়েছে।

সেই প্রভাব পড়েছে রাজধানীর সড়কচিত্রেও। অন্য সাধারণ দিনের তুলনায় বুধবার ঢাকায় ব্যক্তিগত গাড়ির সংখ্যা কিছুটা কম দেখা গেছে। তবে রিকশা, মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল ছিল প্রায় স্বাভাবিক। এমনকি অন্যান্য দিনের মতো ভিআইপি সড়কগুলোতেও রিকশা চলাচল করতে দেখা গেছে।

এদিন সকালে রাজধানীর মিরপুর, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, মিন্টো রোড ও হাতিরঝিল এলাকা ঘুরে দেখা গেছে, প্রাইভেটকারের চলাচল তুলনামূলক কম হলেও গণপরিবহন স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, সাম্প্রতিক অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পরিপ্রেক্ষিতে অনেকেই ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হওয়া থেকে বিরত রয়েছেন।

লালবাগ, আজিমপুর, নিউমার্কেট ও ধানমন্ডি এলাকায় তুলনামূলকভাবে গাড়ির সংখ্যা কম দেখা গেলেও, নিউমার্কেট খোলা থাকায় মার্কেটের সামনের রাস্তায় কিছু যানজট দেখা গেছে।

নাশকতা ঠেকাতে রাজধানীর বিভিন্ন এলাকায় বাড়ানো হয়েছে পুলিশের টহল ও তল্লাসি। সন্দেহজনক ব্যক্তিকে দেখলেই তল্লাসি চালাচ্ছেন তারা। গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাসির পাশাপাশি বাড়ানো হয়েছে নজরদারি। 


ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তথ্যমতে, ১ থেকে ১১ নভেম্বর পর্যন্ত ঢাকায় ১৭টি ককটেল বিস্ফোরণ ও গত দুই দিনে ৯টি যানবাহনে অগ্নিসংযোগ ঘটেছে। এসব ঘটনায় ১৭টি মামলা দায়ের ও ৫০ জন গ্রেফতার করা হয়েছে। এছাড়া অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত রাজধানীতে ১৪টি ঝটিকা মিছিল হয়েছে এবং ৫৫২ জনকে গ্রেফতার করা হয়েছে।


এ পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে মেট্রোরেলের সব কর্মীর ছুটি বাতিল করে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেই নির্দেশ অনুসরণ করেই ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এ ছাড়া নাশকতার আশঙ্কা বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। নির্দেশনায় বলা হয়েছে, বিমানবন্দরের প্রবেশ ও প্রস্থান পথে যত্রতত্র তল্লাশি, যাত্রী ও কার্গোর নিরাপত্তা পরীক্ষা, স্পর্শকাতর এলাকায় ঘন ঘন টহল, প্রতিদিন নিরাপত্তা সরঞ্জাম পরীক্ষা, কর্মকর্তাদের নিয়মিত ব্রিফিং এবং ২৪ ঘণ্টা সিসিটিভি মনিটরিং চালু রাখতে হবে। একই সঙ্গে গ্যাস, বৈদ্যুতিক লাইনসহ সব স্থাপনার অগ্নিনিরাপত্তা নিশ্চিত করা এবং অগ্নিনিরাপত্তাব্যবস্থা সব সময় সক্রিয় রাখার ওপরও জোর দিয়েছে সংস্থাটি।

এদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা জোরদারে আজ ঢাকাসহ আশপাশের জেলাগুলোতে ১৪ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ১২ প্লাটুন এবং আশপাশের জেলাগুলোতে ২ প্লাটুন কাজ করছে।

‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার তিনি বলেন, কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শক্ত অবস্থানে রাখা হয়েছে। কেপিআই ও গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে, খোলা তেল বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এবং পুরো ঢাকাকে আটটি জোনে ভাগ করে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

এর আগে রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর নির্দেশনা দেওয়া হয়। বৈঠকে মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করার নির্দেশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়।

কর্মসূচি ঘিরে রাজধানীজুড়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ রয়েছে। তবে জনসাধারণকে আশ্বস্ত করেছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্মসূচির দিন নিরাপত্তা আরও বাড়ানো হবে।’

তিনি আরও বলেন, ‘কেউ যেন অন্যের মোটরসাইকেল বা যানবাহন ভাড়া নিয়ে নাশকতায় ব্যবহার করতে না পারে, সেজন্য মালিকদের সতর্ক থাকতে হবে। কোনো সন্দেহজনক ব্যক্তি বা ঘটনা দেখলে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে জানাতে অনুরোধ করছি।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ