বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উন্নয়নে কাজ শুরু করলো ইজ আইটি
জাপানি প্রতিনিধিদের স্বাগত জানিয়ে বাংলাদেশে নিজেদের ভবিষ্যত কার্যক্রম ও পরিকল্পনা সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছে জাপানের ইজ আইটি কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে সম্প্রতি ঢাকায় সম্পন্ন হয়েছে কোম্পানিটির ‘আমাদের জাপানি প্রতিনিধিদের স্বাগত, আমাদের পরবর্তী অধ্যায়ের পরিচিতি’ শীর্ষক ইভেন্ট। এতে অংশ নেন মিশন জাপান ব্যাচের শিক্ষার্থী ও অতিথিরা।
বাংলাদেশি কোম্পানি হিসেবে প্রথমবারের মতো এ দেশে কোর ব্লকচেইন ক্ষেত্রে কাজ করছে ইজ আইটি জাপান। ব্লকচেইন খাতে দীর্ঘ অভিজ্ঞতাধারী প্রধান প্রযুক্তি কর্মকর্তা ইয়োশিনোবু শিজো এবং ব্যবসা উন্নয়ন কর্মকর্তা ইয়োতা কিশিবির নেতৃত্বে এ দেশে প্রযুক্তিগত সমাধানের পাশাপাশি দক্ষ জনশক্তিও গড়ে তুলছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাপানের হিরোশিমা শিল্প ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হিরোশি ওয়াতানাবি এবং সিএসএল ট্রেনিংয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মুস্তাফা মাহমুদ হুসাইন। জাপান থেকে অনলাইনে যুক্ত ছিলেন ইজ আইটি জাপানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মজিবর রহমান ও উপদেষ্টা মোরশেদ মনি। বাংলাদেশ কার্যালয়ে ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াদুদ ও পরিচালক মঈদ মুক্তাদির রিজভী এবং মেহুল জাপানি ভাষা শিক্ষা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়, ইজ আইটি’র বিশেষ এই প্রশিক্ষণ কার্যক্রম জাপানের আইটি খাতে কাজের সুযোগ তৈরি এবং সেখানকার ভাষা ও সংস্কৃতির সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। বাংলাদেশের সিএসএল ট্রেনিংয়ের যৌথ তত্ত্বাবধানে পরিচালিত কর্মসূচিটির মূল লক্ষ্য হচ্ছে, দক্ষ জনশক্তিকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেয়া।
টোকিওর সদর দপ্তর থেকে সফটওয়্যার উন্নয়ন এবং তথ্যপ্রযুক্তি কার্যকর ও প্রযুক্তিগত সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে রয়েছে, জাপানে আন্তর্জাতিক কর্ম ভিসা, নির্দিষ্ট দক্ষ কর্মী (এসএসডব্লিউ) ভিসা, শিক্ষার্থী ভিসা ও মানবসম্পদ নিয়োগ সেবা। বাংলাদেশে কোম্পানিটির এক বছর মেয়াদী জব প্রোগ্রামের মাধ্যমে জাপানি ভাষা (এন৪ ও এন৫) ও তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ নিয়ে এ খাতের প্রকৌশলীদের জাপানের চাকরির বাজারে কর্মসংস্থানেরও সুযোগ তৈরি হচ্ছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ও জাপানের মধ্যে শ্রমশক্তি বিনিময় চুক্তি বাস্তবায়নেও কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।
এরই মধ্যে আন্তর্জাতিক মান সংস্থার (আইএসও) মান ব্যবস্থাপনা ৯০০১:২০১৫ সনদও অর্জন করেছে ইজ আইটি।
বাংলাদেশ-জাপান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও প্রযুক্তিগত উন্নয়নে ইজ আইটি জাপান ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে