Views Bangladesh Logo

গাজায় ইসরায়েলি হামলায় একদিনেই ৬১ ফিলিস্তিনি নিহত

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনেই প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি। যাদের মধ্যে ১৯ জন মানবিক সহায়তা সংগ্রহ করতে গিয়ে মারা যান। এছাড়া ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে আরও চারজনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে রয়েছে দুই শিশু।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে ৬১ জন নিহত হয়েছেন। মেডিকেল সূত্রগুলো নিশ্চিত করেছে যে, নিহতদের মধ্যে ১৯ জন বেসামরিক নাগরিক ছিলেন, যারা ত্রাণের খোঁজে বেরিয়েছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, গাজা সিটির পূর্ব ও দক্ষিণ অংশে তীব্র গোলাবর্ষণ চালায় ইসরায়েলি সেনাবাহিনী। শহরটি দখল করার জন্য গাজা উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র গাজা সিটিতে প্রবেশ করার প্রস্তুতি নিচ্ছে তারা। তবে আন্তর্জাতিক মহল আশঙ্কা করছে, এই অভিযান ব্যাপক হতাহতের কারণ হতে পারে এবং প্রায় দশ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনিকে আবার পালাতে বাধ্য করবে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই পরিকল্পনার সমালোচনা করে একে “যুদ্ধের একটি নতুন এবং ভয়াবহ পর্যায়” বলে অভিহিত করেছেন। তিনি সতর্ক করে দিয়ে বলেন, ‘এই ধরনের অভিযান “ভয়াবহ পরিণতি” বয়ে আনবে, কারণ লাখ লাখ ক্লান্ত ও মানসিকভাবে বিপর্যস্ত মানুষ আবারও ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হবেন। এতে পরিবারগুলো আরও গভীর বিপদের মুখে পড়বে।’

তিনি আরও বলেন, এই ভয়াবহ পরিস্থিতি মানবতার বিরুদ্ধে নেয়া ইচ্ছাকৃত সিদ্ধান্তের ফল।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ইসরায়েলি বাহিনী শুজাইয়া, জাইতুন এবং সাবরায় তীব্র বোমা হামলা চালানোর কারণে অনেক পরিবার উপকূলের দিকে পালিয়ে যাচ্ছে।

গাজার সিভিল ডিফেন্সের মতে, শুধু দক্ষিণ জাইতুনেই ১ হাজার ৫০০’র বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। কোনো ভবনই আর অবশিষ্ট নেই।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ