Views Bangladesh Logo

যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের ধরপাকড়: গ্রেপ্তার ৫ লাখ

যুক্তরাষ্ট্রজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ অনথিভুক্ত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।

মার্কিন স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ (ডিএইচএস) জানায়, জানুয়ারি থেকে ৪ লাখ ৮০ হাজারেরও বেশি অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে প্রায় ৭০ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে বা তারা অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তামন্ত্রী ক্রিস্টি নোয়েম এ তথ্য জানান। তিনি বলেন, “দেশজুড়ে আমরা এমন পদক্ষেপ নিচ্ছি, যাতে আমাদের কমিউনিটি নিরাপদ হয় এবং পরিবারগুলো উন্নতির সুযোগ পায়।”

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানকে তার প্রশাসনের “রেকর্ড ভাঙা পদক্ষেপ” বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ তিনি লিখেছেন, “আমার প্রশাসনের অধীনে আইনশৃঙ্খলা রক্ষায় এফবিআই ও নিরাপত্তা সংস্থাগুলো অসাধারণ কাজ করছে। আমরা যুক্তরাষ্ট্রে আইন ও শৃঙ্খলা ফিরিয়ে আনছি।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ