‘ঢাকা লকডাউন’ ঠেকাতে কঠোর অবস্থানে সরকার
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বুধবার সকালে থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এর মধ্যেই গত দুদিন ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যানবাহনে অগ্নিসংযোগ ও চোরাগোপ্তা ককটেল বিস্ফোরণের ঘটনা জনমনে আতঙ্ক ছড়িয়েছে।