খালেদা জিয়া: গৃহবধূ থেকে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক অনন্য নাম। ১৯৮১ সালের মে মাসে যখন বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়, খালেদা জিয়া তখন নিছক একজন গৃহবধূ। রাজনীতি নিয়ে তাঁর কোনো প্রকাশ্য আগ্রহ ছিল না, এমনকি রাজনৈতিক অনুষ্ঠানেও তাঁকে খুব একটা দেখা যেত না। কিন্তু সময়ের পরিক্রমায় সেই অন্তরালবর্তী গৃহবধূই হয়ে ওঠেন দেশের তিনবারের প্রধানমন্ত্রী। ঘর এবং বাইরের নানা ষড়যন্ত্র আর চড়াই-উৎরাই মোকাবিলা করে তিনি এই দীর্ঘ ও বন্ধুর পথ পাড়ি দিয়েছেন। স্বামী হারানোর শোকের মাঝেই তাঁকে দলের হাল ধরতে হয়েছিল, মোকাবিলা করতে হয়েছিল অসংখ্য প্রতিবন্ধকতা। সেখান থেকেই শুরু হয় তাঁর রাজপথের সংগ্রাম। টানা আট বছর স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। আপস না করার চারিত্রিক দৃঢ়তার কারণে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে খ্যাতি পান।