গণঅভ্যুত্থানগুলোর পরিণতি হতাশাজনক
আমার দেখা তিনটি গণঅভ্যুত্থানের পরিণতির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি। প্রত্যেকটির পরিণতি অভিন্ন। অথচ বহু ত্যাগ-আত্মত্যাগের অভ্যুত্থানগুলোর পরিণতি ঘটেছিল কেবলই ক্ষমতার হাতবদল।
আমার দেখা তিনটি গণঅভ্যুত্থানের পরিণতির মধ্যে কোনো পার্থক্য খুঁজে পাইনি। প্রত্যেকটির পরিণতি অভিন্ন। অথচ বহু ত্যাগ-আত্মত্যাগের অভ্যুত্থানগুলোর পরিণতি ঘটেছিল কেবলই ক্ষমতার হাতবদল।
বর্তমান বাংলাদেশের গন্তব্য কোথায় এবং অন্তর্বর্তীকালীন সরকার দেশকে কোন পথে নিয়ে যাচ্ছে! এমন প্রশ্ন সব মানুষকে ভাবিয়ে তুলছে। দীর্ঘ ১০ মাসব্যাপী সরকারের নানা দেশের স্বার্থহানির একের পর এক সিদ্ধান্ত আমাদের আতঙ্কিত ও শঙ্কার মুখে ঠেলে দিয়েছে। সরকারের উদ্দেশ্য যে মহৎ তা ভাবা যাচ্ছে না। একটি এক দলীয় শাসনামলের পরিবর্তনে আমার অপর একটি অগণতান্ত্রিক, স্বাধীন মত প্রকাশের অন্তরায় একটি অসাংবিধানিক সরকার পেয়েছি। সরকারের এখতিয়ার বহির্ভূত নানা কর্মকাণ্ডে দেশবাসীর আস্থা ইতিমধ্যে কমছে।