জীবিকার নৈতিক ভূগোল
বাংলাদেশের অর্থনীতির প্রতিদিনের দৃশ্যপটে অসংখ্য মানুষ তাদের শ্রম, সততা এবং নৈতিকতার মাধ্যমে জাতির উন্নয়নে অবদান রাখছেন। কেউ শহরের ভোরবেলায় দোকানের শাটার তোলে, কেউ মফস্বলের রাস্তায় ঠেলাগাড়ি চালায়, কেউ আবার বিদেশের প্রবাসে ঘাম ঝরায় সবাই একই সুতায় বাঁধা, জীবিকার জন্য সংগ্রামী মানুষ।