বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় অপরাধচক্রকে বাঁচাতে পরিকল্পিত খুন
চান্দনা চৌরাস্তা- গাজীপুরের আলো-ছায়ার শেষপ্রান্ত। ৭ আগস্ট ২০২৫ সন্ধ্যায় এখানেই প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। পুলিশ বলছে, মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখা অপরাধকর্মের ‘ভিডিওই হয়ে দাঁড়ায় তার মৃত্যুর কারণ। তবে সরেজমিনে দেখা যায়, তুহিন হত্যা বিচ্ছিন্ন ঘটনা নাকি বড় অপরাধচক্রকে বাঁচাতে পরিকল্পিত খুন- এ প্রশ্নই এখন গাজীপুরে সবার মুখে মুখে।