নূরজাহান মসজিদ: তিনশ' বছরে কখনোই ধ্বনিত হয়নি আজান, পড়া হয়নি নামাজ
পশ্চিম আকাশে হেলে পড়েছে সূর্য। অস্তমিত সূর্য সূচনা করবে মাগরিবের নামাজের ওয়াক্ত। অথচ, চুন-সুরকি আর পোড়া ইটের তৈরি এই মসজিদের সামনে সুনসান নীরবতা। এখান থেকে ভেসে আসবে না আজানের ধ্বনি, হবে না মাগরিবের নামাজ পড়ার আয়োজন। নির্মাণের পর থেকে আজ অবধি গত তিনশ বছরে কখনোই এখান থেকে ধ্বনিত হয়নি প্রার্থনায় আসার আহ্বান, হয়নি এক রাকাত নামাজও। গা ছমছমে নীরবতায় দাঁড়িয়ে থাকা চুন-সুরকির প্রাচীন এই স্থাপনাটি যেন ইতিহাসের নীরব ভাষ্যকার। এটি ‘নূরজাহান মসজিদ, যদিও এলাকার মানুষের কাছে এটির পরিচয় “নাটি বিবি”র মসজিদ’।