‘তাণ্ডব’ পাইরেসি: ক্ষতিও সিনেমা শিল্পের মানুষের, দায়ও তাদের
এবার ঈদে রিলিজ হয়েছে সুপারস্টার শাকিব খানের সিনেমা ‘তাণ্ডব’। রায়হান রাফি পরিচালিত এই সিনেমায় আছেন আরও চমকপ্রদ স্টার-কাস্ট। রিলিজের পর যখন বক্স অফিসে খুব সাফল্য পাচ্ছিল- তখন দু সপ্তাহের মাথায় এই সিনেমার পাইরেটেড ভার্সন অনলাইনে ছড়িয়ে পড়ে। এই পাইরেসির ভয়াবহতা ও দায় নিয়ে লিখেছেন চিত্র পরিচালক দীপংকর দীপন যিনি সিনেমার পোস্ট প্রডাকশন কার্যক্রম নিয়ে অভিজ্ঞ ও বিশ্ববিদ্যালয়ে এই বিষয়ে পাঠদান করান। তিনি লিখেছেন- তাণ্ডবের পাইরেসি কেন আলাদা, দায় কার এবং কীভাবে পাইরেসির প্রবণতা থেকে বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচানো যায়- তা নিয়ে।