বিষণ্ন পৃথিবীর মহাকাব্য রচয়িতার হাতে সাহিত্যের নোবেল
সাধারণ পাঠকদের সাহিত্যে নোবেল পুরস্কার নিয়ে মাথা ঘামানো অনেকটা ‘আদার ব্যাপারীর জাহাজের খবর’ রাখার মতো। তারপরও দেখি এখনো অনেকে সাহিত্যে কে নোবেল পুরস্কার পেলেন, তা নিয়ে মাথা ঘামায়। এর সুনির্দিষ্ট কারণও আছে। সাহিত্য তো আসলে আমাদের জীবনেরই কথা। মানুষের হাসি-কান্না, ভালোবাসা-বিরহ, আশা-নিরাশা- সবকিছুর প্রতিবিম্ব লক্ষ করা যায় সাহিত্যের পাতায়। তাই মননশীল ব্যক্তির কাছে সাহিত্য শুধু বিনোদন নয়- এ এক গভীর জীবনচর্চা; কিন্তু আজকের যুগে, যেখানে সোশ্যাল মিডিয়ার নেশায় অন্য সবকিছুর গুরুত্ব অনেকটাই হারিয়ে যাচ্ছে, সেখানে আন্তর্জাতিক সাহিত্যের খবর রাখে- এমন মানুষ আজ হাতেগোনা। তবে প্রতি বছর সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার পর হঠাৎ করেই সেই আগ্রহ ফিরে আসে- কে পেলেন, কেন পেলেন, তিনি কী লিখেছেন- এসব নিয়ে চারদিকে শুরু হয় আলোচনা, বিশ্লেষণ আর নতুন কৌতূহল। সেই দিক থেকে সাহিত্যে নোবেল পুরস্কার এখনও সবচেয়ে আলোচিত ঘটনা