হাজার বছর আগের ‘বাহুবলী’
আজ থেকে প্রায় বারশো বছর আগে, নবম শতকে এক দিগম্বর সন্ন্যাসী, যার নাম জিনসেন, এক অসাধারণ মহাকাব্য রচনা করেছিলেন। তার লেখা সেই কাব্য ‘আদি পুরাণ’ নামে পরিচিত যার মূল ভিত্তি ছিল প্রথম জৈন তীর্থঙ্কর ঋষভনাথের জীবন এবং তার দুই পুত্র ভরত ও বাহুবলীর কাহিনি। এটি কোনো সাধারণ গল্প নয়, এটি অহংকারকে জয় করে আত্মিক মুক্তির এক অসাধারণ গাথা। এই গল্পে আমরা একজন বীর যোদ্ধা থেকে এক পরম জ্ঞানীর যাত্রার সাক্ষী হই।