ফিরে দেখা: ১৯৬৫ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে বাঙালি সৈনিকদের বীরত্বময় কৃতিত্ব
১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর সংঘটিত ১৭ দিনের ভারত-পাকিস্তান যুদ্ধ, সেই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এই যুদ্ধকে ‘দ্বিতীয় কাশ্মীর যুদ্ধ’ও বলা হয়। এ যুদ্ধে বাঙালি-প্রাধান্যকৃত প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসার ও সৈনিক এবং পাকিস্তান বিমানবাহিনীর বাঙালি বিমানসেনা বিশেষত পাইলটদের বীরত্ব ও সাহসিকতাপূর্ণ সামরিক কৃতিত্ব (নন-মার্শাল রেস থিওরির ধারণা ভেঙে দিয়ে) সামরিক ক্ষেত্রে বাঙালিদের নতুন মর্যাদায় অভিষিক্ত করেছিল। একই সঙ্গে, প্রতিরক্ষা ক্ষেত্রে তৎকালীন পূর্ব পাকিস্তান যে অত্যন্ত অরক্ষিত-এই বিষয়টি ব্যাপকভাবে তখন আলোচনায় আসে। এই নিবন্ধে মূলত বাঙালি সৈনিকদের বীরত্ব ও কৃতিত্বের কথা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হচ্ছে।