Views Bangladesh Logo

এবার ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যাচ্ছেন জেলেনস্কি

উক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, সোমবার (১৮ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আলাস্কায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক শেষে শনিবার (১৬ আগস্ট) ওয়াশিংটনে ফেরার পথে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনালাপে এই আমন্ত্রণ জানান ট্রাম্প। প্রায় এক ঘণ্টা ধরে ট্রাম্পের সঙ্গে একান্তে কথা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে তিনি বলেছেন, ‘আমন্ত্রণের জন্য কৃতজ্ঞ’।

শুক্রবারের (১৫ আগস্ট) ট্রাম্প-পুতিনের আলোচনায় ছিলেন না জেলেনস্কি। ডোনাল্ড ট্রাম্প এর আগে বলেছিলেন, রাশিয়ার সঙ্গে প্রাথমিক আলোচনা ভালো হলে দ্বিতীয় বৈঠক হতে পারে এবং তিনি জেলেনস্কিকে কল করতে পারেন।

জেলেনস্কির সঙ্গে আলাপের পর ট্রাস্প ন্যাটোর নেতাদের সঙ্গেও ফোনে কথা বলেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ইউক্রেনও এরপর নিশ্চিত করে, ট্রাম্প ও ইউরোপীয় নেতাদের সঙ্গে ‘দীর্ঘ ফোনালাপ’ করেছেন জেলেনস্কি। তাদের বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি দীর্ঘ ফোনালাপ ছিল। প্রথমে প্রেসিডেন্ট জেলেনস্কি ও ট্রাম্পের মধ্যে। তারপরে ইউরোপীয় নেতারা এতে যোগ দিয়েছিলেন’।

লিখিত বিবৃতিতে জেলেনস্কি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ‘দীর্ঘ ও বাস্তবসম্মত’ কথোপকথন হয়েছে। প্রথমে তিনি ট্রাম্পের সঙ্গে একান্তে এবং তারপর ইউরোপীয় নেতাদের নিয়ে যৌথভাবে কথা বলেছেন।

বিবৃতিটি একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। গত ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের ওভাল অফিসের বিপর্যয়কর বৈঠকের পর ট্রাম্পের সাথে সুসম্পর্ক বজায় রাখতে ইউক্রেনের সাম্প্রতিক প্রচেষ্টার প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপকে।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারও জেলেনস্কি ও ট্রাম্পের এই ফোনালাপে যুক্ত হয়েছিলেন বলে নিশ্চিত করেছে তার কার্যালয়। পরে কিয়ের স্টারমার দ্বিতীয়বারের মতো জেলেনস্কির সঙ্গে কথা বলেন। তিনি ইউরোপীয় ন্যাটো নেতাদের এবং ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে একটি গ্রুপ কলে যোগ দেন। তবে ডোনাল্ড ট্রাম্প এই দ্বিতীয় কলে যোগ দেননি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ