Views Bangladesh Logo

‘কুষ্টিয়া গণহত্যা’ মামলায় ইনুর আইনজীবী হলেন জেড আই খান পান্না

জুলাই গণআন্দোলনে কুষ্টিয়ায় সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর আইনজীবীর দায়িত্ব পালন করবেন এডভোকেট জেড আই খান পান্না। ইনুর সাথে দেখা করে তার পক্ষে ওকালতনামা জমা দিয়েছেন সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবী।

রোববার (২৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) বাইরে সাংবাদিকদের পান্না জানান, হাসানুল হক ইনুকে রক্ষায় আইনি লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। জোর দিয়ে তিনি বলেন, হত্যা-গণহত্যায় জড়িতদের অবশ্যই জবাবদিহি করতে হবে। তবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার নৈতিক বিরোধিতাও পুনর্ব্যক্ত করেন তিনি।

এদিকে হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনালে হাজিরের কথা না থাকলেও মামলাটি ট্রাইব্যুনাল-১ থেকে ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তরে তাকে উপস্থিত করা হয়।

রাষ্ট্রযন্ত্রের সমালোচনা করে পান্না বলেন, বিচার বিভাগ সঠিকভাবে কাজ করছে না এবং ‘বিচ্যুতি থেকে মুক্ত নয়’। তিনি আরও বলেন, চারদিকে মব সংস্কৃতির আধিপত্যে ন্যায্যতা ক্ষুণ্ন হয়েছে। এমন পরিস্থিতির সুযোগ নিচ্ছে রাষ্ট্র।

মামলাটিতে ২৫ সেপ্টেম্বর হাসানুল হক ইনুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন- বিচারক মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার। ২৯ সেপ্টেম্বর অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করে তাকে ট্রাইব্যুনালে হাজিরেরও নির্দেশ দেয়া হয়।

হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আটটি অভিযোগে আনুষ্ঠানিক অভিযোগটি সেদিনই সকালে ট্রাইব্যুনালে দাখিল করেছিলেন প্রসিকিউশন। তাদের দাবি, তদন্ত সংস্থার কাছ থেকে পাওয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দাখিল করা এই আনুষ্ঠানিক অভিযোগে ইনুর বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ ও সত্যতা মিলেছে।


মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় একজনকে মাথায় এবং ছয়জনকে শরীরে গুলি করে হত্যায় জড়িত হাসানুল ইনু।


৩৯ পৃষ্ঠার এই অভিযোগে আরও বলা হয়, আসামি হাসানুল হক ইনু গণআন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে টিভি চ্যানেলে বক্তব্য দেন এবং আন্দোলনকারীদের বিএনপি, জামায়াত, সন্ত্রাসী, জঙ্গি ইত্যাদি সাম্প্রদায়িক ট্যাগ দিয়ে উসকানি দেয়াসহ নানা অপরাধে সায় দেন। সরকারের কারফিউ জারি ও লেথাল উইপন ব্যবহার করে হত্যাসহ নির্যাতনকে কৌশলে সমর্থন দেন।

এছাড়া আন্দোলন দমনে গুলি, বোম্বিং ও হত্যাসহ শেখ হাসিনার নেয়া পদক্ষেপের অনুমোদন দেন। এসব পরিকল্পনা কার্যকর করতে শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে ষড়যন্ত্র, সহায়তা ও সম্পৃক্ত থাকাসহ আটটি অভিযোগ আনা হয়েছে ইনুর বিরুদ্ধে।


গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। সেই থেকে বেশকিছু হত্যা মামলায় মামলায় কারাগারে বন্দি সাবেক এই মন্ত্রী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ