ভোটের অধিকার রক্ষায় ‘জুলাই যোদ্ধা’ হয়ে মাঠে নামতে হবে: জামায়াত আমির
আগামী নির্বাচনে কাঙ্ক্ষিত বিজয় নিশ্চিত করতে যুবকদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ভোটের অধিকার রক্ষায় প্রয়োজনে আবারও ‘জুলাই যোদ্ধা’ হয়ে মাঠে নামতে হবে এবং জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে।
শনিবার (২৪ জানুয়ারি) সকালে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামে চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে এসব কথা বলেন তিনি।
জিয়ারত শেষে আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জামায়াতের আমির। তার আত্মত্যাগ ও সাহসের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন শফিকুর রহমান। এ সময় আবু সাঈদের বাবা মকবুল হোসেনকে বুকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেন তিনি।
আবু সাঈদের বাড়ির উঠানে সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের আমির বলেন, আবু সাঈদসহ সব শহীদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাআল্লাহ সংগ্রাম চালিয়ে যাব। জনগণের আকাঙ্ক্ষা পূরণে ন্যায়, ইনসাফ ও জবাবদিহিতার বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।
তরুণ ও যুবক ভোটারদের উদ্দেশে তিনি বলেন, আল্লাহ আমাদের তাওফিক দিলে তোমাদের প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব। এই সমাজের নেতৃত্ব ও চাবি তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পেছন থেকে শক্তি ও সাহস জোগাব।
আগামী নির্বাচনে ভোটের প্রতিফলন নিশ্চিত করতে যুবকদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে শফিক আরও বলেন, তোমরা তৈরি হও। তোমাদের ভোট তোমাদের পছন্দমতো হবে—কেউ যেন তা নিয়ে হেলাফেলা করতে না পারে। এজন্য আবার লড়াই করতে হবে। জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। আমাদের বিশ্বাস, যুবকরাই এই দায়িত্ব পালন করবে।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, রংপুর-৬ আসনের প্রার্থী মাওলানা নুরুল আমিন, রংপুর-৪ আসনের প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহসহ জামায়াত ও শিবিরের নেতারা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে