খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আব্দুর রাশেদ পিকুল (২৭)।
পুলিশ জানিয়েছে, রাত ১টার দিকে দুর্বৃত্তরা পিকুলকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এর মধ্যে দুটি গুলি তার বুকে এবং একটি মাথায় লাগে। এতে তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যান। গুলির শব্দে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর জানান, কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে