Views Bangladesh Logo

কেরানীগঞ্জে দিনদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জ এলাকায় দিনদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টায় দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেনি পুলিশ। ‎

‎নিহত সাগীর (২৬) রাজধানীর ইসলামপুরে একটি কাপড়ের দোকানে চাকরি করতেন। স্ত্রী ও এক সন্তান নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।

‎এ বিষয়ে সাগীরের স্ত্রী টিনা আক্তার জানান, আজ শনিবার সকালে সাগির দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তিনি খবর পান পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে সাগীরকে হত্যা করে ফেলে রেখেছে।

‎এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, হত্যাকাণ্ডের ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে। এ বিষয়ে যারা জড়িত আছে তাদের শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ