ইনকিলাব মঞ্চের আন্দোলন থেকে 'খেলবা পিস্তল'সহ যুবক আটক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও দ্রুত বিচারের দাবিতে করা বিক্ষোভের পাশ থেকে 'খেলনা পিস্তল'সহ এক যুবককে আটক করা হয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, আটক যুবকের নাম আরাফাত জামান। রাজধানীর ধানমন্ডি থানার জিগাতলায় তার বাসা।
শাহবাগ থানার ওসি মনিরুজ্জামান সোমবার রাতে গণমাধ্যমকে বলেন, আটক যুবকের কাছ থেকে একটি খেলনা পিস্তল পাওয়া গেছে। তবে খেলনা পিস্তল নিয়ে কেন তিনি এখানে এসেছেন সে বিষয়ে জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক যুবক যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়েলস-এ পড়াশোনা করে।
তবে আটক ব্যক্তির সঙ্গে অবরোধ কর্মসূচির বিরুদ্ধে কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে