ইয়েমেনে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৭ জনের মৃত্যুদণ্ড
ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের হয়ে তথ্য পাচারের অভিযোগে ইয়েমেনে ১৭ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে হুথি নিয়ন্ত্রিত একটি আদালত। হুথি-চালিত গণমাধ্যমের বরাতে টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।
হুথিদের সংবাদ সংস্থা সাবা জানায়, সানার ‘স্পেশালাইজড ক্রিমিনাল কোর্ট’ বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত একটি গুপ্তচর চক্রে সক্রিয় থাকার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১৭ জনকে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে। একই মামলায় আরও একজন পুরুষ ও একজন নারীকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একজনকে অভিযোগ থেকে খালাস করা হয়েছে।
আসামিদের আইনজীবী আব্দুল বাসিত গাজী বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ রয়েছে। আদালতের নথিতে বলা হয়েছে, ২০২৪ থেকে ২০২৫ সালের মধ্যে অভিযুক্তরা মোসাদসহ বিদেশি গোয়েন্দা সংস্থার নির্দেশে তথ্য সংগ্রহ, শত্রুপক্ষের সঙ্গে যোগাযোগ, সাধারণ মানুষকে উত্তেজিত করা এবং হামলায় সহযোগিতা করেছেন। এসব কর্মকাণ্ডের ফলে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক স্থাপনায় হামলা হয়েছে, যেখানে প্রাণহানি ও বড় ধরনের ক্ষতি হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাবি ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর দেশে সন্দেহভাজনদের ধরপাকড় আরও কড়াকড়ি করা হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে