মায়ের সাহসেই গ্লামার লুকসের শিরোপা জয়ী ইয়ামিন ফারশি
সম্প্রতি শেষ হয়েছে দেশের আলোচিত ফ্যাশন রিয়েলিটি শো ‘মি. এন্ড মিস গ্লামার লুকস সিজন–৫’। এবারের আসরে যৌথ চ্যাম্পিয়ন হয়েছেন ইয়ামিন ফারশি ও তাজকিয়া। অসংখ্য প্রতিভাবান প্রতিযোগীকে পেছনে ফেলে শিরোপা জেতা ইয়ামিনের গল্প কেবল সাফল্যের নয়, সংগ্রামেরও প্রতীক।
চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি জানাতে গিয়ে ইয়ামিন ফারশি বলেন, অনুভূতি সত্যিই অনেক ভালো। কখনোই ভাবিনি যে এই জায়গায় পৌঁছাতে পারব। ফ্যাশন মডেলিংয়ে টিকে থাকতে হলে নিজের ওপর বিশ্বাস রাখা সবচেয়ে জরুরি। ফিটনেস, ট্রেন্ড সচেতনতা এবং ফ্যাশন সেন্স বজায় রাখা দরকার। এখন পর্যন্ত প্রায় ৪০–৪৫টি শুটে কাজ করেছি।
বরিশালে জন্ম হলেও বেড়ে ওঠা ঢাকায়, ছোটবেলা থেকেই শোবিজের স্বপ্ন দেখা ইয়ামিনের পথে পরিবারিক আর্থিক সংকট ছিল বড় চ্যালেঞ্জ। মাত্র সাত–আট বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে ঢাকায় আসেন। বাবা ব্যবসা করলেও সংসারে টানাপোড়েন লেগে থাকত। এমন কঠিন সময়ে সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা।
ইয়ামিন বলেন, মা সবসময় আমাকে সাহস জুগিয়েছেন। ‘মি. এন্ড মিস গ্লামার লুকস সিজন–৫’-এ অংশ নেওয়ার রেজিস্ট্রেশনও মা করেছিলেন। অসুস্থতার কারণে কিছু গ্রুমিং ক্লাসে যেতে পারিনি, তবুও মা বলতেন, চেষ্টা চালিয়ে যেতে। নানির দোয়াও আমার অনুপ্রেরণার বড় অংশ।
বর্তমানে ইয়ামিন ফারশি অনার্স থার্ড ইয়ারে মার্কেটিং বিষয়ে পড়াশোনা করছেন। পড়াশোনার পাশাপাশি শোবিজে নিজের জায়গা তৈরি করা তার কাছে স্বপ্ন পূরণের শুরু মাত্র। সংগ্রাম আর পরিবারের ভালোবাসাকে পাথেয় করে তিনি আরও দূর এগিয়ে যাওয়ার প্রত্যাশা রাখছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে