Views Bangladesh Logo

জনগণের আস্থা ফেরানোর চেষ্টা করছি: ডিএমপি কমিশনার

নগণের আস্থা ফিরিয়ে আনতে পুলিশ দিনরাত কাজ করছে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, আমি বিশ্বাস করি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এমন জায়গায় পৌঁছাতে পারব যেখানে পুলিশ হবে জনগণের আস্থার প্রতীক।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) শহীদ এসআই শাহজাহান মিলনায়তনে আয়োজিত কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মো. মাইনুল হাসান বলেন, কাজের মাধ্যমে জনগণের আস্থা ফিরে পেতে পুলিশ বাহিনীর প্রতিটি সদস্যকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।

ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার পরিস্থিতি তুলে ধরে মইনুল বলেন, কিছু সদস্যের অপেশাদারি কর্মকাণ্ডের কারণে পুলিশ ও জনসাধারণের মধ্যে সংকট তৈরি হয়েছিল। এটা অবশ্যই পুলিশ বাহিনীর জন্য বিরাট ক্ষতি। পুলিশ রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কারণ তারা রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি ও আইনশৃঙ্খলা রক্ষা করে।

ডিএমপি কমিশনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা মেনে প্রতিটি পুলিশ সদস্যকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় আইনশৃঙ্খলা রক্ষায় জীবন উৎসর্গকারী পুলিশ বাহিনীর সদস্যদের স্মরণ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ