Views Bangladesh Logo

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির স্টাফ কোয়ার্টারের নির্মাণাধীন ভবনের আটতলা থেকে পড়ে মারা যান শ্রমিক মো. রাকিব (২৬)।

নিহত রাকিবের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৫টার দিকে ভবনের আটতলা থেকে ময়লার বস্তা নিয়ে নামার সময় দেয়ালে ধাক্কা লেগে ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান রাকিব। সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে সাভারের ইসলামিয়া মেডিকেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে চলতি বছরের ১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন লাইব্রেরি ভবনের চারতলা থেকে পড়ে আরেক শ্রমিক মো. আরিফুল নিহত হয়েছিলেন।

নতুন শ্রমিক মৃত্যুর ঘটনায় জরুরি প্রশাসনিক সভা ডেকে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটি খতিয়ে দেখবে, দুর্ঘটনার পেছনে কোনো নিয়মতান্ত্রিক ত্রুটি বা গাফিলতি ছিল কি না। আপাতত নির্মাণকাজ বন্ধ রাখার সিদ্ধান্তও নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, ‘নির্মাণশ্রমিক রাকিবের পরিবারকে প্রাথমিকভাবে দুই লাখ টাকা সহায়তা দেয়া হয়েছে।’


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ