রামপুরায় বহুতল ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের ষষ্ঠ তলা থেকে পড়ে শরিফুল ইসলাম (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) রাতে রামপুরা থানার মেরাদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শরিফুল ইসলাম টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সাজানি গ্রামের ময়না মিয়ার ছেলে।
তার সহকর্মী আহমেদ আলী জানান, গতকাল রাত ১০টার দিকে শরিফুল ছাদে কাজ করার সময় পা পিছলে পড়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে (ঢামেক) নিয়ে আসলে চিকিৎসক জানান তিনি আর বেঁচে নেই।
এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। স্থানীয় থানাকে বিষয়টি জানানো হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে