নারীরা কখনো জামায়াতের প্রধান হতে পারবেন না
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, জামায়াতে ইসলামীর সর্বোচ্চ নেতৃত্বে কোনো নারী কখনোই আসতে পারবেন না। তার যুক্তি, আল্লাহ পুরুষ ও নারীকে আলাদাভাবে সৃষ্টি করেছেন এবং এ সৃষ্টির প্রাকৃতিক নিয়ম পরিবর্তন করা সম্ভব নয়।
সম্প্রতি কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
তিনি বলেন, পুরুষ কখনোই বাচ্চা পালন বা বুকের দুধ খাওয়াতে পারে না। এটি আল্লাহর এক বিশেষ দান। তাই নারীরা দলীয় প্রধান হতে পারবেন না।
জামায়াতের আমির জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী দিচ্ছে না। তিনি বলেন, অন্য রাজনৈতিক দল অল্প হলেও কিছু নারী প্রার্থী দিয়েছে, কিন্তু জামায়াত এখনও এ বিষয়ে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ধীরে ধীরে নারীদের রাজনীতিতে অংশগ্রহণ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
শফিকুর রহমান বলেন, আমরা নারীদের অসম্মান করি না। তারা পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য এবং সন্তান পালন থেকে শুরু করে অনেক দায়িত্ব পালন করেন। তবে তিনি যুক্তি দেন, ‘তাদের কিছু সীমাবদ্ধতা আছে, যেগুলো তারা পূরণ করতে পারে না।’
সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশে গত তিন দশক ধরে নারীরা প্রধানমন্ত্রী হয়েছেন, দেশও পরিচালনা করেছেন। এই প্রেক্ষাপটে নারীদের নেতৃত্ব দেওয়ার বিষয়টি কিভাবে দেখেন? এর জবাবে জামায়াত আমির বলেন, আমরা তাদের অসম্মান করি না, তবে পৃথিবীর অধিকাংশ উন্নত দেশ নারীদের এই পদে যোগ্য মনে করে না।
তিনি বলেন, শারীরিক ও সাংস্কৃতিক দিক থেকে নারীদের কিছু ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে, যা তারা পূরণ করতে পারবে না। তিনি উল্লেখ করেন, এটি বিশ্বের বাস্তবতা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে