রাজধানীতে ককটেল বিস্ফোরণ, এক নারী আহত
রাজধানীর শান্তিনগর, মগবাজার ও মৌচাক এলাকায় পৃথক তিনটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে কয়েক মিনিটের ব্যবধানে এসব বিস্ফোরণ ঘটে।
মৌচাক ফ্লাইওভার থেকে ছোড়া একটি ককটেলের বিস্ফোরণে এক নারী পথচারী আহত হন। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, ধারনা করা হচ্ছে, ফ্লাইওভারের ওপর দিয়ে চলন্ত কোনো যানবাহন থেকে ককটেলগুলো নিচে ছোড়া হয়েছে।
আহত নারীকে ট্রাফিক বিভাগের সদস্যরা উদ্ধার করে কাছের একটি হাসপাতালে ভর্তি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত শুরু করেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে