Views Bangladesh Logo

নির্বাচিত হলে পাঁচ বছর বিনামূল্যে সেবা দেবো: হাসনাত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও ১১ দলীয় জোটের কুমিল্লা-৪ আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, নির্বাচিত হলে তিনি পাঁচ বছর জনগণকে বিনামূল্যে সেবা প্রদান করবেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার রাজামেহার শিকদার বাড়িতে অনুষ্ঠিত পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

ভোটারদের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ভোটাররা তাকে নিঃস্বার্থভাবে ভোট দেবেন এবং তিনি পুরোপুরি জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত করবেন।

তিনি অভিযোগ করেন, পূর্ববর্তী নির্বাচিত প্রতিনিধিরা ঘুষ, টেন্ডার জালিয়াতি, দুর্নীতি, ঋণ পরিশোধে গাফিলতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে ক্ষমতায় এসেছেন এবং বিদেশে দ্বৈত নাগরিকত্ব গ্রহণ করেছেন।

হাসনাত আবদুল্লাহ সমর্থকদের ঘরে ঘরে প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে বলেন, নির্বাচনে জয় পেতে প্রার্থীকে শারীরিকভাবে উপস্থিত থাকতে হবে এমন নয়, জেল থেকেও প্রার্থী জয়ী হতে পারে।

তিনি একই সঙ্গে রাজামেহার ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেন। এ সময় জামায়াত ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ