পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল চেয়ে আপিল করবেন বদিউল আলম মজুমদার
সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে যে ৫৪টি বিষয়ে পরিবর্তন আনা হয়েছিল, তার পুরোটা বাতিল চেয়ে আপিল করার কথা জানিয়েছেন এ সংক্রান্ত রিটের বাদী জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
মঙ্গলবার (১৫ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিল চেয়ে আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করবো’।
৮ জুলাই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারাসহ ৭ক, ৭খ ও ৪৪(২) অনুচ্ছেদ বাতিল ঘোষণা করে হাইকোর্টের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। তবে ওই রায়ে সংবিধানের চার মূলনীতি- জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা, রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রেখে অন্যান্য ধর্মের সমমর্যাদা নিশ্চিত, ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ, ছাব্বিশে মার্চের স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতার ঘোষণাপত্র এবং জাতির পিতা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বীকৃতির বিধানসহ অন্যান্য বিধান বাতিল করা হয়নি। এসব বিধানগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়ার ভার পরবর্তী জাতীয় সংসদের ওপর ছেড়ে দেয়া হয়েছে রায়ে।
বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে বলেন, ‘২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার অবৈধভাবে পঞ্চদশ সংশোধনী বাতিল করেছিলো। তাই এর পরের সবগুলো জাতীয় সংসদ নির্বাচন অবৈধ ছিল ‘।
তিনি বলেন, ‘সংবিধানের যে সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করা হয়েছিল, সেই ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে করা আবেদনের শুনানি আপিল বিভাগে হবে। ওই রিভিউ ও পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে আপিলের নিষ্পত্তি হলেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুরোপুরি ফিরে আসার বিষয়টি স্পষ্ট হব ‘।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে