দাবানলে তিন দিন ধরে জ্বলছে নাগাল্যান্ডের জুকো উপত্যকা
ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জুকো উপত্যকায় ভয়াবহ দাবানল শুরু হয়েছে। টানা তিন দিন ধরে উপত্যকার বিস্তীর্ণ অংশ জ্বলছে।
স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, গত শুক্রবার চারজন স্থানীয় ট্রেকার জুকো উপত্যকায় ট্রেকিংয়ে যান। তাদের অসাবধানতার কারণেই দাবানলের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রেকিংয়ের সময় তারা উপত্যকার একটি এলাকায় তাঁবু স্থাপন করেন। এরপর তাঁবুর সামনে ক্যাম্পফায়ার জ্বালিয়ে পানির সন্ধানে বের হন। পানি নিয়ে ফিরে এসে তারা দেখতে পান, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। একপর্যায়ে আগুনের মধ্যেই তারা আটকা পড়েন।
পরে শনিবার উদ্ধারকারী দল ট্রেকারদের উদ্ধার করে। ততক্ষণে উপত্যকার প্রায় ১ দশমিক ৩ বর্গকিলোমিটার এলাকা দাবানলের কবলে পড়ে। প্রশাসনের তথ্য অনুযায়ী, আগুনে ক্ষতিগ্রস্ত এলাকার পরিমাণ এখনও ক্রমেই বাড়ছে।
উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রেকাররা তাঁবুর সামনে আগুন জ্বালানোর বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে