Views Bangladesh Logo

ভারতের তিন কাশির সিরাপ নিয়ে ডব্লিউএইচওর সতর্কবার্তা

ভারতে শনাক্ত হওয়া তিনটি দূষিত কাশির সিরাপ নিয়ে স্বাস্থ্য সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (১৩ অক্টোবর) সংস্থাটি এই সতর্কতা জারি করে। সিরাপগুলো সম্পর্কে নতুন কোনো তথ্য পেলে তা দ্রুত ডব্লিউএইচওকে জানাতে ভারতীয় কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়। খবর রয়টার্সের।


ডব্লিউএইচও জানিয়েছে, সংশ্লিষ্ট ওষুধগুলো হলো—স্রেসান ফার্মাসিউটিক্যালের ‘কোল্ডরিফ’, রেডনেক্স ফার্মাসিউটিক্যালসের ‘রেসপিফ্রেশ টিআর’ এবং শেপ ফার্মার তৈরি ‘রিলাইফ’। ১ থেকে ৫ বছর বয়সী শিশুদের জন্য তৈরি এসব সিরাপ বিপুল পরিমাণে সরবরাহ করা হয়।

সংস্থাটির মতে, দূষিত সিরাপগুলো গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে এবং জীবনহানির কারণ হতে পারে। ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন ডব্লিউএইচওকে জানিয়েছে, এসব সিরাপ বিভিন্ন প্রদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুরা সেবন করেছিল। সম্প্রতি মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় একাধিক শিশুর মৃত্যু ওই সিরাপের পার্শ্বপ্রতিক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।

পরীক্ষায় দেখা গেছে, কাশির সিরাপগুলোর মধ্যে বিষাক্ত ডাইইথিলিন গ্লাইকোল (ডিইজি) অনুমোদিত সীমার প্রায় ৫০০ গুণ বেশি ছিল। তবে এই ওষুধগুলো শুধু ভারতেই বিক্রি হতো। এগুলো রপ্তানি করা হয়নি এবং অবৈধভাবে রপ্তানিরও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন নিশ্চিত করেছে, এসব বিষাক্ত সিরাপ যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি। তবে তারা বিষয়টি পর্যবেক্ষণে রাখছে।

ডব্লিউএইচও’র সতর্কবার্তার আগেই অন্তত তিনটি ভারতীয় অঙ্গরাজ্যে ওই সিরাপের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শিল্পক্ষেত্রে ব্যবহৃত বিপজ্জনক রাসায়নিক ডিইজি মানবদেহের জন্য অল্প পরিমাণেও মারাত্মক ক্ষতিকর।

আগস্টের শেষ দিক থেকে মধ্যপ্রদেশ ও রাজস্থানে পাঁচ বছরের কম বয়সী অন্তত ৯টি শিশুর মৃত্যু এই সিরাপের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পরীক্ষাগারে সিরাপের নমুনায় অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি মাত্রায় ডিইজি পাওয়া গেছে।

গত কয়েক বছরে ভারতীয় কাশির সিরাপ আন্তর্জাতিকভাবে বিতর্কের জন্ম দিয়েছে। ২০২২ সালে ভারতের একটি প্রতিষ্ঠানের সিরাপের সঙ্গে গাম্বিয়ায় ৭০ জনের বেশি শিশুর মৃত্যু যুক্ত ছিল, যা ভারতীয় ওষুধের মান নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ায়।




মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ