সিডিসি পরিচালক সুসান মোনারেজকে বরখাস্ত করলো হোয়াইট হাউস
আমেরিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) পরিচালক ড. সুসান মোনারেজকে তার পদ থেকে সরানো হয়েছে। দায়িত্ব গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে এই ঘটনা ঘটল। হোয়াইট হাউসের প্রশাসনিক সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে বিবিসি।
এই অপসারণ এমন এক সময়ে ঘটল যখন সিডিসি-এর ভেতরে কেন্দ্রীয় টিকা নীতি এবং জনস্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা নিয়ে ব্যাপক উত্তেজনা চলছিল। সম্প্রতি, সংস্থাটির চারজন জ্যেষ্ঠ কর্মকর্তা পদত্যাগ করেছেন, যা অভ্যন্তরীণ কোন্দল নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।
যদিও হোয়াইট হাউস জোর দিয়ে বলছে, ড. মোনারেজ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন, কিন্তু তার পদত্যাগের কোনো আনুষ্ঠানিক কারণ জানানো হয়নি। ট্রাম্প প্রশাসন তাকে বরখাস্ত করার বিষয়টি প্রকাশ্যে নিশ্চিত করেনি, বরং বারবার বলছে যে তিনি নিজ ইচ্ছায় পদ ছেড়েছেন।
স্বাস্থ্য ও মানব সেবা বিভাগ এই বিষয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করতে রাজি হয়নি।
ড. মোনারেজ গত ৩১ জুলাই সিডিসি পরিচালক হিসেবে শপথ নিয়েছিলেন। তার সংক্ষিপ্ত কার্যকালে তিনি গর্ভবতী নারী এবং সুস্থ শিশুদের জন্য কোভিড-১৯ টিকার সুপারিশ সংক্রান্ত একটি কেন্দ্রীয় নির্দেশনা প্রত্যাহার করে নেন। এই পদক্ষেপটি সংস্থাটির ভেতরে তীব্র মতবিরোধ সৃষ্টি করে বলে জানা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে