কোথায় আছে মাদুরোর একমাত্র সন্তান মাদুরো গুয়েরা?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে রাজধানী কারাকাস থেকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। মাদকসংক্রান্ত অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তাঁদের বিচার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন।এই একই অভিযোগ আনা হয়েছে মাদুরো পরিবারের আরেক সদস্যদের বিরুদ্ধেও। তিনি হলেন, মাদুরো একমাত্র ছেলে নিকোলা মাদুরো (জুনিয়র) গুয়েরা (৩৫)।
নিকোলা মাদুরো (জুনিয়র) গুয়েরার বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের আদালতে মাদক চোরাচালানসংক্রান্ত অভিযোগ আনা হয়েছে।
তবে, মাদুরো আর তার স্ত্রীকে মার্কিন ডেল্টা বাহিনী তুলে নিয়ে গেলেও একমুহূর্তে গুয়েরার অবস্থান নিয়ে স্পষ্ট কিছুই জানা যায় নি। মার্কিনীরাও তার বিষয়ে কিছুই জানায়নি বা কোন পত্র-পত্রিকাতেও কোন সংবাদ প্রকাশিত হয় নি। গুয়েরা কি এখন ভেনিজুয়েলায় অবস্থান করছেন নাকি দেশের বাইরে আছে সেটা এখনও আজানা।
মাদুরো গুয়েরা নিকোলাস মাদুরো আর তার সাবেক স্ত্রী আদ্রিয়ানা গুয়েরা আঙ্গুলোর একমাত্র সন্তান। তিনি ভেনেজুয়েলার পার্লামেন্ট সদস্য। তিনি ‘নিকোলাসিতো’ বা ‘রাজপুত্র’ নামেও পরিচিত বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মাদুরো গুয়েরার জন্ম ১৯৯০ সালে।ব্যক্তিজীবনে মাদুরো গুয়েরা বিবাহিত। তার স্ত্রীর নাম গ্রিসেল। এই দম্পতির দুটি কন্যাসন্তান আছে বলে ভেনেজুয়েলার সংবাদমাধ্যম এল এস্টিমুলোর জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের মামলার নথি অনুযায়ী, নিকোলা মাদুরো ২০১৩ সালে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হওয়ার পর একমাত্র ছেলে নিকোলা মাদুরো গুয়েরাকে ‘প্রেসিডেন্সির স্পেশাল ইন্সপেক্টর কোরের’ প্রধান নিয়োগ করেন।
চার বছর পর মাদুরো গুয়েরা ভেনেজুয়েলার ন্যাশনাল কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন। এটি ছিল মূলত একটি নির্বাচিত অস্থায়ী সংসদ, যার দায়িত্ব ছিল সংবিধান পুনর্লিখন করা। এরপর ২০২১ সালে ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির (পার্লামেন্ট) সদস্য নির্বাচিত হন মাদুরো গুয়েরা। তিনি এখনো এ পদে আছেন।
মাদুরো গুয়েরা ভেনেজুয়েলার ন্যাশনাল ইউনিভার্সিটি অব দ্য আর্মড ফোর্সেসে অর্থনীতি নিয়ে পড়াশোনা করেছেন। সরকারের সঙ্গে যুক্ত হওয়ার আগে তিনি ভেনেজুয়েলার ন্যাশনাল সিস্টেম অব ইয়ুথ অ্যান্ড চিলড্রেনস অর্কেস্ট্রায় বাঁশি বাজানো শিখেছিলেন।
আমেরিকার দাবি, শক্ত হাতে অর্থনীতি নিয়ন্ত্রণ এবং ভেনেজুয়েলার জনগণকে দমন করতে নিকোলা মাদুরো তার ছেলেসহ অন্যান্য সহযোগীর ওপর নির্ভর করতেন।
এদিকে, বাবার অনুপস্থিতিতে মাদুরো গুয়েরাই ভেনেজুয়েলায় ‘চাভিসমো’ আন্দোলনের ঝান্ডা বয়ে নেবেন বলে অনেকে মনে করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে