ত্রিনিদাদ ও টোবাগোর দাবি ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের হামলায় তাদের সম্পৃক্ততা নেই
ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক হামলায় নিজেদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে ত্রিনিদাদ ও টোবাগো।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শনিবার ভেনেজুয়েলার লক্ষ্য করে চালানো যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ত্রিনিদাদ ও টোবাগো কোনোভাবেই অংশ নেয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, ভেনেজুয়েলার জনগণের সঙ্গে ত্রিনিদাদ ও টোবাগো সব সময় শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলেছে।
তবে দেশটি স্বীকার করেছে, মাদক পাচারবিরোধী অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আসছিল তারা।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে একটি মার্কিন যুদ্ধজাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেওয়া, মার্কিন সেনাদের সঙ্গে যৌথ সামরিক মহড়া আয়োজন, যুক্তরাষ্ট্রের সামরিক বিমানকে বিমানবন্দর ব্যবহারের অনুমতি এবং নিজ ভূখণ্ডে একটি রাডার ব্যবস্থা স্থাপনের সুযোগ দেওয়ার কথাও জানায় ত্রিনিদাদ ও টোবাগো।
বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক নিরাপত্তা জোরদারের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার অঙ্গীকারের অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে